সংসদ এলাকায় ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:০৬, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:০২, ১৬ অক্টোবর ২০২৫

‘জাতীয় জুলাই সনদ’ স্বাক্ষর উপলক্ষে আগামীকাল শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সে কারণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় সব ধরনের ড্রোন না ওড়াতে বিশেষ নির্দেশ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
বিকেল ৪টায় অনুষ্ঠেয় জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রেস উইং থেকে শুক্রবার সংসদ ভবন এলাকায় ড্রোন ওড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।