শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

এবার জেন-জি বিক্ষোভে উত্তাল পেরু

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ২২:৫২, ১৬ অক্টোবর ২০২৫

এবার জেন-জি বিক্ষোভে উত্তাল পেরু

লাতিন আমেরিকার দেশ পেরুতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে—এবার নেতৃত্বে তরুণ প্রজন্ম, অর্থাৎ জেনারেশন জেড। রাজধানী লিমাসহ দেশের বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল জনতা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত এই আন্দোলনে সহিংস সংঘর্ষে একজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন অনেক পুলিশ সদস্যও।

গত সপ্তাহে পেরুর সাবেক প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তেকে অভিশংসনের পর হোসে জেরি দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তার দায়িত্ব গ্রহণের এক সপ্তাহও পেরোতে না পেরুতে দেশজুড়ে এই বিক্ষোভ শুরু হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ প্রজন্মের নেতৃত্বাধীন এই বিক্ষোভ পেরুর চলমান রাজনৈতিক অস্থিরতার নতুন অধ্যায় খুলে দিয়েছে।

বিক্ষোভকারীদের অধিকাংশই পেরুর শহুরে তরুণ সমাজ—বিশেষ করে জেন-জি প্রজন্ম, যারা দুর্নীতি, বেকারত্ব ও রাজনৈতিক প্রভাববিস্তারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার। তারা সরকারের কাছে অপরাধ দমন ও দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ, এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কার দাবি করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে তরুণরা প্ল্যাকার্ড হাতে সরকারের পদত্যাগ দাবি করছেন।

প্রেসিডেন্ট হোসে জেরি দাবি করেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভের মধ্যে “অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে অপরাধী চক্র অনুপ্রবেশ করেছে”। পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। সরকার জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পেরুর তরুণদের এই আন্দোলনকে আন্তর্জাতিক মহল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকেরা বলছেন, ২০২০ সালের চিলির গণবিক্ষোভের পর এবার পেরুতেও জেন-জি প্রজন্মের রাজনৈতিক জাগরণ লাতিন আমেরিকায় তরুণ নেতৃত্বের নতুন ধারা তৈরি করতে পারে।

আরও পড়ুন