আরও ৩০ ফিলিস্তিনির মৃতদেহ হস্তান্তর ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১:৫৮, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:৫৯, ১৭ অক্টোবর ২০২৫

আরও ৩০ ফিলিস্তিনির মৃতদেহ হস্তান্তর করেছে ইসরায়েলের সেনাবাহিনী। বৃহস্পতিবার আন্তর্জাতিক রেড ক্রসের তত্ত্বাবধানে মৃতদেহগুলো গাজা উপত্যকায় পৌঁছে দেওয়া হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং খান ইউনিসের নাসের হাসপাতাল নিশ্চিত করেছে, এ নিয়ে ইসরায়েল থেকে ফিরিয়ে আনা মৃতদেহের সংখ্যা দাঁড়াল ১২০ জনে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই এই মৃতদেহ বিনিময় কার্যক্রম চলছে। চুক্তি অনুযায়ী, প্রতি ইসরাইলি নাগরিকের মৃতদেহের বিনিময়ে ১৫ জন ফিলিস্তিনির মৃতদেহ হস্তান্তর করা হবে। হামাস এ পর্যন্ত চারজন ইসরায়েলির মৃতদেহ ফেরত দিয়েছে। তবে তাদের মধ্যে একজন কোনো জিম্মির নয় বলে দাবি করে মৃতদেহটি ফেরত পাঠিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ।
গাজার দক্ষিণাঞ্চলে নাসের হাসপাতালের এক কর্মকর্তা বলেন, “এই মৃতদেহগুলোর বেশিরভাগই চেনা যাচ্ছে না। অনেকে কয়েক সপ্তাহ বা মাস আগে নিহত হয়েছেন।”
মানবিক সংস্থাগুলো বলছে, এই প্রক্রিয়া ‘অন্তত মৃতদের প্রতি ন্যূনতম মর্যাদা রক্ষা’-এর একটি প্রচেষ্টা।