বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৩৯, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:০৮, ১৫ অক্টোবর ২০২৫

ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে, এর সঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হবে না।

তিনি বলেন, “আপনারা যেভাবে সবাই মিলে জাতীয় সনদ তৈরি করেছেন, সরকারের দায়িত্ব হলো উৎসবমুখর নির্বাচন আয়োজন করা। নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই—উৎসবমুখর পরিবেশে হবে। তার জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।”

প্রধান উপদেষ্টা আরও আশাবাদ প্রকাশ করেন, ‘জুলাই সনদ’ ১৭ অক্টোবর উৎসবমুখর পরিবেশে স্বাক্ষরিত হবে। তিনি বলেন, “জাতি অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে—শুক্রবার আমরা সবাই মিলেই দলিলে সই করব।”

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।

সভায় আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল জুলাই সনদ বাস্তবায়ন, নিরপেক্ষ ভোট পরিবেশ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। বৈঠক শেষে অংশগ্রহণকারী দলগুলো প্রধান উপদেষ্টার বক্তব্যকে ইতিবাচক হিসেবে স্বাগত জানায় এবং নির্বাচনকালীন সরকারের পদক্ষেপে আস্থা প্রকাশ করে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন