আজ ২৪ আগস্ট। আজকের দিনেই জন্ম নিয়েছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্নিকন্যা, নির্ভীক বিপ্লবী ও রাজনীতিবিদ বীণা দাস (১৯১১–১৯৮৬)। তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল সংগ্রাম, সাহস আর আত্মত্যাগের ইতিহাস। তিনি শুধু বিপ্লবী নন, ছিলেন একজন লেখক, সমাজকর্মী এবং নারী সমাজের অনুপ্রেরণা।