শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

ইসিতে নারী নেত্রীদের প্রস্তাব

সংসদ নির্বাচনে ৩৩% নারী প্রার্থী মনোনয়ন দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:০১, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০০:৪১, ২৪ সেপ্টেম্বর ২০২৫

সংসদ নির্বাচনে ৩৩% নারী প্রার্থী মনোনয়ন দাবি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি সব সাধারণ আসনে ৩৩ শতাংশ নারী প্রার্থীর মনোনয়ন নিশ্চিত করার দাবি তুলেছেন বাংলাদেশের নারী নেত্রীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ চার কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এই দাবি জানান নারী নেত্রী ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য মাহীন সুলতানা।

মাহীন সুলতানা বলেন, “আমরা চাই নারীর সমান প্রতিনিধিত্ব স্থাপন হোক। নারী রাজনীতিবিদ ও ভোটারদের জন্য সমান সুযোগ তৈরি হোক।”

তিনি জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে কিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছে—ভোটার তালিকায় নারীর সংখ্যা বাড়ানো এবং কোড অব কন্ডাক্টে নারীর প্রতি সহিংসতা বা হয়রানি রোধে শাস্তিমূলক ব্যবস্থা সংযোজন।

তিনি আরও উল্লেখ করেন, ২০৩০ সালের মধ্যে সব সিদ্ধান্ত গ্রহণ স্তরে ৩৩ শতাংশ নারীর উপস্থিতি নিশ্চিত করতে কমিশন বাধ্যতামূলক লক্ষ্য নির্ধারণ করেছে। তবে এখনো সমাজে নারীর নাগরিক মর্যাদা সমানভাবে প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।

আলোচনায় নারী নেত্রীরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়, নারীদের জন্য সরকারি তহবিল বরাদ্দ এবং নির্বাচনে সম্ভাব্য সাইবার সহিংসতা ও হয়রানি প্রতিরোধে নীতি প্রণয়ন করার ওপর জোর দেন।

মাহীন সুলতানা বলেন, সরাসরি নির্বাচনে ৩৩ শতাংশ নারী প্রার্থীর মনোনয়ন নিশ্চিত করা হলে ভবিষ্যতে প্রান্তিক জনগোষ্ঠী ও অন্যান্য পেশাজীবী নারীদের প্রতিনিধিত্বও নিশ্চিত করা সম্ভব হবে। এ উদ্যোগ দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর সমান অংশগ্রহণ ও ক্ষমতায়নের পথ সুগম করবে।

এই বৈঠকে আরও অংশ নেন নারীপক্ষের নির্বাহী সদস্য সাদাফ সায, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত এবং নারী সংহতি’র সভাপ্রধান শ্যামলী শীলী।

আরও পড়ুন