শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৯:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২০:২০, ২৬ সেপ্টেম্বর ২০২৫

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হতে যাচ্ছে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ বাধ্যতামূলক। সে হিসেবে আগামী ১৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করতে হবে। আশা করা হচ্ছে, এই সময়সীমার মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন এবং শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। তবে কয়েকটি বিষয় স্থগিত হওয়ায় পুনঃসূচি প্রকাশ করে পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট।

  • শিক্ষা বোর্ডের সংখ্যা: ১১
  • মোট পরীক্ষার্থী: ১২ লাখ ৫১ হাজার ১১১ জন
  • ছেলে: ৬ লাখ ১৮ হাজার ১৫ জন
  • মেয়ে: ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন
  • পরীক্ষাকেন্দ্র: ২ হাজার ৭৯৭টি
  • অনুপস্থিত শিক্ষার্থী: প্রায় ২৭ হাজার

অতএব ফলের অপেক্ষায় রয়েছে সোয়া ১২ লাখ শিক্ষার্থী।
দেশজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকরা ফল প্রকাশের দিনটির অপেক্ষায় দিন গুনছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য এইচএসসির ফলাফল একটি বড় ধাপ।
শিক্ষাবিদরা মনে করছেন, নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ হলে শিক্ষার্থীদের পরবর্তী একাডেমিক যাত্রা ও ক্যারিয়ার পরিকল্পনায় গতি আসবে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন