শাহবাগে প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের সাউন্ড গ্রেনেড, আহত বহুজন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:২২, ৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:০৭, ৮ নভেম্বর ২০২৫
শাহবাগে প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের সাউন্ড গ্রেনেড। ছবি: সমাজকাল
রাজধানীর শাহবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কলম সমর্পণ কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপে অন্তত কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে পদযাত্রা শুরু করলে শাহবাগ মোড়ের আগেই পুলিশ ব্যারিকেড দেয়। সেখানে শিক্ষকরা অবস্থান নিয়ে দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশ হঠাৎ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
তিনি দাবি করেন, “এ ঘটনায় আমাদের কয়েকজন শিক্ষিকা ও শিক্ষক আহত হয়েছেন।” আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা না গেলেও অনেকে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেন আন্দোলনরত সহকারী শিক্ষকরা। তারা বেতন বৈষম্য নিরসন, পদোন্নতি কাঠামো সংস্কার এবং প্রধান শিক্ষকদের সমমর্যাদা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসছেন।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও শিক্ষকদের দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণার সম্ভাবনা রয়েছে।
