প্রাথমিকের প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:১৭, ৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৩:১৮, ৭ নভেম্বর ২০২৫
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য এলো দীর্ঘ প্রতীক্ষিত সুখবর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে।
এর ফলে প্রধান শিক্ষকদের বেতনস্কেল এখন ১৬,০০০–৩৮,৬৪০ টাকা, যা আগের ১১তম ও ১২তম গ্রেডের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
চিঠি জারি ও অনুমোদন প্রক্রিয়া
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়–২ শাখা থেকে গত ৪ নভেম্বর চিঠিটি ইস্যু করা হয়।
৫ নভেম্বর মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত ওই চিঠি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবকে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ গত ২৮ জুলাই প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার বিষয়ে সম্মতি দেয়। পরে ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও সম্মতি প্রদান করা হয়।
ছয়টি শর্তে উন্নীতকরণ
চিঠিতে প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার সময় ছয়টি শর্ত নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো—
১️. অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি নিতে হবে।
২️. বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক বেতন স্কেল নির্ধারণ করতে হবে।
৩️. প্রশাসনিক উন্নয়ন–সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নিতে হবে।
৪️. পদ উন্নীতকরণ সংক্রান্ত বিষয় বিদ্যমান নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে।
৫️. প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা আদেশ জারির ১৮ মাসের মধ্যে বিটিপিটি (বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার্স) সম্পন্ন করতে হবে।
৬️. প্রশাসনিক মন্ত্রণালয় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সরকারি আদেশের কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবে।
বর্তমান ও নতুন বেতন কাঠামো
বর্তমান নিয়মে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে (১২,৫০০–৩০,২৩০ টাকা) এবং প্রশিক্ষণবিহীনরা ১২তম গ্রেডে (১১,৩০০–২৭,৩০০ টাকা) বেতন পেয়ে আসছেন।
এখন দশম গ্রেডে উন্নীত হলে তারা পাবেন ১৬,০০০–৩৮,৬৪০ টাকার বেতন স্কেল, যা পদ মর্যাদা ও সুবিধার দিক থেকে বড় অর্জন বলে মনে করছেন শিক্ষকরা।
শিক্ষক সমাজে আনন্দের ঢেউ
চিঠির তথ্য জানাজানির পর থেকেই প্রাথমিক প্রধান শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষক সংগঠনগুলো জানিয়েছে, এটি দীর্ঘদিনের দাবি পূরণের এক ঐতিহাসিক সিদ্ধান্ত, যা শিক্ষক সমাজের মনোবল ও মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে।
