১১তম গ্রেডের নিশ্চয়তায় আন্দোলন প্রত্যাহার শিক্ষকদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:১৮, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৪:০৪, ১১ নভেম্বর ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মসূচি। ছবি : সংগৃহীত
দীর্ঘ আন্দোলনের পর অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১১তম গ্রেড বাস্তবায়নের লিখিত নিশ্চয়তা পাওয়ার পর সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তারা এ সিদ্ধান্ত জানান।
অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে স্থগিত কর্মসূচি
সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি বলেন, “আমাদের মূল দাবি ছিল ১০ম গ্রেড বাস্তবায়ন। তবে অর্থ মন্ত্রণালয় ১১তম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা দিয়েছে। তাদের প্রতি আস্থা রেখে আমরা আন্দোলন স্থগিত করছি।”
তিনি জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে সব কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন। তবে তারা সরকারের আশ্বাস বাস্তবায়ন না হলে পুনরায় কর্মসূচিতে ফিরবেন বলেও সতর্ক করেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য নিরসন ও ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবি জানিয়ে আসছিলেন।
গত সপ্তাহ থেকেই তারা সারা দেশে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও শ্রেণিকক্ষ বর্জনের মতো কর্মসূচি পালন করছিলেন। এতে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় স্থবিরতা দেখা দেয়।
অর্থ মন্ত্রণালয়ের লিখিত আশ্বাসে এদিন অবশেষে অচলাবস্থা কাটলো।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে। সরকার শিক্ষকদের দাবি যৌক্তিকভাবে বিবেচনা করছে।
