তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:১২, ৮ নভেম্বর ২০২৫
শহীদ মিনারে চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ইতোমধ্যে কয়েক হাজার শিক্ষক যোগ দিয়েছেন। আয়োজকদের দাবি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।
‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে চারটি শিক্ষক সংগঠন এই আন্দোলনে অংশ নিয়েছে। সংগঠনগুলো হলো—বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকরা আন্দোলনে যুক্ত হয়েছেন।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্নাতক ডিগ্রি নিয়েই দশম গ্রেড পাচ্ছেন। অথচ আমরা স্নাতক ডিগ্রির পাশাপাশি সিএনএড, বিপিএড বা বিটিপিটি কোর্স সম্পন্ন করেও ১৩তম গ্রেডে আছি। এটি চরম বৈষম্য।”
তিনি আরও জানান, শনিবার বিকেলের মধ্যে শহীদ মিনারে অবস্থানকারীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে। যদিও কিছু এলাকায় শিক্ষকদের বাধা ও ফোনে হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
অংশগ্রহণকারী শিক্ষকরা জানিয়েছেন, বারবার আলোচনায় বসলেও কোনো বাস্তব সমাধান না পাওয়ায় তারা এবার রাজপথেই দাবি আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন।
সহকারী শিক্ষকদের প্রধান তিন দাবি হলো—
১️.দশম গ্রেডে বেতন নির্ধারণ
২️.১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান
৩️.শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত রয়েছেন। গত ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের ১৩তম থেকে ১২তম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নেয়।
তবে সহকারী শিক্ষকরা বলছেন, “এ সিদ্ধান্তে আমাদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটেনি। তাই আন্দোলন ছাড়া কোনো পথ খোলা নেই।”
