এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, জানুয়ারির মধ্যে বাস্তবায়ন আশ্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:১৮, ১০ নভেম্বর ২০২৫
শিক্ষা মন্ত্রণালয়। ফাইল ছবি
অবশেষে এমপিওভুক্ত (মাসিক বেতনভুক্ত) শিক্ষকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারির মধ্যেই এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করা হবে।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে এ আশ্বাস পান বদলি প্রত্যাশী শিক্ষকরা। দুপুর ১টা থেকে শুরু হয়ে দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠকে বদলি কার্যকরের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের ইঙ্গিত দেন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।
বাংলাদেশ বদলিপ্রত্যাশী শিক্ষক ঐক্য জোটের আহ্বায়ক প্রভাষক মো. সরোয়ার জানান, “বৈঠকে আমাদের ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের মধ্যে বদলির ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে। কর্মকর্তারা আন্তরিকভাবে আমাদের কথা শুনেছেন, তাই আমরা আপাতত তাদের প্রতিশ্রুতির প্রতি আস্থা রাখছি। তবে সময়মতো পদক্ষেপ না নিলে আমরা কঠোর আন্দোলনে নামব।”
এদিন দুপুরে আন্দোলনরত শিক্ষকদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তারা শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। প্রতিনিধিদলে ছিলেন প্রভাষক মো. সরোয়ার, মো. বাবলু, মোছা. সামিয়া, সোহাগী, মো. শরিফুল, মো. শান্ত আলী, উম্মে হাবিবা এবং মো. রাশেদ মোশাররফ।
শিক্ষক সমাজের প্রত্যাশা—আগামী জানুয়ারির মধ্যেই বদলি কার্যক্রম শুরু হলে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও আন্দোলনের অবসান ঘটবে।
