২০২৬ সালের এইচএসসির নির্বাচনী পরীক্ষা স্থগিত: ঢাকা শিক্ষা বোর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:২৩, ৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৪:৫১, ১০ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণপ্রার্থী দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য দেওয়া নির্বাচনী (টেস্ট) পরীক্ষা অচিরেই অনুষ্ঠিত হবে না বলে আজ ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণইচ্ছুক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে। পরবর্তী নির্দেশ দেওয়া না হওয়া পর্যন্ত নির্বাচনি পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো। নির্বাচনি পরীক্ষার তারিখ পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’
শিক্ষার্থীরা এখন তার সংশ্লিষ্ট কলেজ অথবা শিক্ষা বোর্ড থেকে পরবর্তী নির্দেশনা মনোযোগসহ প্রত্যাশা করবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে– সর্বশেষ তথ্যাবলীর জন্য নিয়মিত বিজ্ঞপ্তি নজরে রাখতে।
আপনাদের জন্য-শিক্ষার্থীদের মনোবল বজায় রাখতে ও সময়মতো প্রস্তুতি অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ সময়ে এই সিদ্ধান্ত মনে রাখতে হবে।
