‘আমাকে বাঁচান, পুলিশ পাঠান, আমাকে এখান থেকে নিয়ে যান’—এই আর্তনাদই ভেসে আসে ছোট পর্দার অভিনেত্রী সানজিদা রিন্টুর ফেসবুক লাইভ থেকে। রবিবার সন্ধ্যার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি কান্নাভেজা কণ্ঠে নির্যাতনের অভিযোগ করেন। কিছু সময় পরেই সেই ভিডিওটি তিনি নিজেই মুছে দেন, কিন্তু তার আগে পর্যন্ত নেটিজেনদের একাংশ ভিডিওটি রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।