ভারতের চলচ্চিত্রজগতে তিনি এক অনন্য নাম—সাইফ আলি খান। অভিনয়, ব্যক্তিত্ব এবং বংশগত গৌরব—সব মিলিয়ে তিনি বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা। জন্মেছেন ১৯৭০ সালের ১৬ আগস্ট, দিল্লিতে, পতৌদি পরিবারের রাজকীয় আভিজাত্যের উত্তরাধিকারী হিসেবে। পিতা মনসুর আলি খান পতৌদি ছিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক, আর মা শর্মিলা ঠাকুর বাংলা ও হিন্দি সিনেমার কিংবদন্তি নায়িকা। ২০১১ সালে পিতার মৃত্যুর পর তিনি হন পতৌদির ১০ম নবাব।