এক মঞ্চে সাবিনা ইয়াসমিন ও মৌসুমী ভৌমিক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:৩৬, ১২ অক্টোবর ২০২৫

লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা ভাষা ও সংস্কৃতির এক বিশাল উৎসব—‘লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব’। এ বছরের ১৬তম আসরে একই মঞ্চে গান গাইবেন দুই বাংলার দুই জনপ্রিয় শিল্পী—বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন এবং পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী মৌসুমী ভৌমিক।
বাংলাদেশের সংগীতপ্রেমীদের গর্ব সাবিনা ইয়াসমিন আজ (রবিবার) লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। আগামী ১৯ অক্টোবর পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। স্থানীয় কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় আয়োজন করছে উদীচী শিল্পীগোষ্ঠীর যুক্তরাজ্য শাখা।
দিনব্যাপী এই উৎসবে থাকবে বইমেলা, কবিতা পাঠ, শিশু-কিশোরদের আবৃত্তি এবং নানা সাংস্কৃতিক আয়োজন। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে প্রথম পর্ব, আর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত হবে দ্বিতীয় পর্বের বিশেষ সংগীতানুষ্ঠান।
এই বিশেষ সংগীতানুষ্ঠানে সাবিনা ইয়াসমিন গেয়ে শোনাবেন তার জনপ্রিয় কিছু গান, যেমন—“এই মন তোমাকে দিলাম,” “দুই ভুবনের দুই বাসিন্দা,” এবং “প্রেমের নেশায় মাতাল রাতদিন”। তার সঙ্গে বাংলাদেশের আরও দুজন শিল্পী চন্দন দত্ত ও মনোয়ার হোসেন টুটুলও অংশ নেবেন। অন্যদিকে, মৌসুমী ভৌমিক গাইবেন তাঁর বিখ্যাত গান “একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়,” “যেতে পারি কিন্তু কেন যাব,” ইত্যাদি।
অনুষ্ঠান সম্পর্কে সাবিনা ইয়াসমিন বলেন,“বাংলাদেশের সংস্কৃতিকে ছড়িয়ে দিতে প্রবাসী ভাইবোনেরা কাজ করে যাচ্ছেন, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। বিদেশের মঞ্চে গান গাইতে উঠলে মনে হয়, সামনে যেন একখণ্ড বাংলাদেশ দাঁড়িয়ে আছে। প্রবাসী শ্রোতারা যখন আমাদের সঙ্গে গলা মেলান, তখন অনুভব করি বাংলার গান কত গভীরে গিয়ে ছুঁয়েছে তাদের হৃদয়।”
তিনি আরও জানান, অনুষ্ঠান শেষে তিনি ২৫ অক্টোবর দেশে ফিরবেন।