শাহরুখ খানের সঙ্গে নিজের তুলনা
বাদশা’কে কটাক্ষ করলেন কঙ্গনা রানাওয়াত!
প্রকাশ: ১৫:৪৩, ১৫ অক্টোবর ২০২৫

বলিউডের বিতর্কপ্রবণ নায়িকা কঙ্গনা রানাওয়াত আবারও আলোচনায়। অভিনয় থেকে রাজনীতির ময়দানে পদচারণা—সব ক্ষেত্রেই নিজের উপস্থিতি জোরালোভাবে জানান দিয়েছেন তিনি। তবে এবার আলোচনার কেন্দ্র শাহরুখ খান! সম্প্রতি এক অনুষ্ঠানে কঙ্গনা নিজের জীবনসংগ্রামের কথা বলতে গিয়ে ‘বলিউড বাদশা’ শাহরুখ খানের নাম টেনে এনে তুলনা করেছেন, সঙ্গে করেছেন পরোক্ষ কটাক্ষও।
কঙ্গনা বলেন,“আমি কেন এত সফল হয়েছি? কারণ আমার মতো কেউই গ্রামের মেয়ে হয়ে মূলধারার ছবিতে এমন সাফল্য পায়নি। শাহরুখ খান দিল্লির কনভেন্ট স্কুলে পড়েছেন, আর আমি এসেছি হিমাচলের এক ছোট্ট গ্রাম ভামলা থেকে। অনেকেই হয়তো একমত হবেন না, কিন্তু আমি বিশ্বাস করি—আমার সাফল্যের মূল রহস্য সততা। আমি নিজের কাছেও মিথ্যা বলি না।”
১৯ বছর বয়সে ‘গ্যাংস্টার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন কঙ্গনা। এরপর ‘ফ্যাশন’, ‘রাজ ২’, ‘কুইন’, ‘তনু ওয়েডস মনু’—একাধিক সফল ছবিতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা এই অভিনেত্রী গত দশকে তিনটি সর্বাধিক আয়কারী নারীকেন্দ্রিক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।
অন্যদিকে, দিল্লিতে জন্ম নেওয়া শাহরুখ খান টেলিভিশন ধারাবাহিক ফৌজি ও সার্কাস দিয়ে অভিনয় জীবন শুরু করেন। ১৯৯১ সালে বড়পর্দায় অভিষেকের পর ডর, বাজিগর, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গেসহ একাধিক হিট সিনেমায় অভিনয় করে বলিউডে ‘বাদশা’ উপাধি পান তিনি। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি বক্স অফিসের রাজা হিসেবে রাজত্ব করছেন।
কঙ্গনার সাম্প্রতিক ছবি ইমার্জেন্সি তেমন সাফল্য পায়নি। তবে তিনি জানিয়েছেন, আগামী বছর এক হরর-ড্রামা ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হবে তাঁর।