‘তিন গোয়েন্দা’র স্রষ্টা রকিব হাসানের জীবনাবসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:২৭, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:১৭, ১৫ অক্টোবর ২০২৫

রকিব হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশের কিশোর সাহিত্যের ইতিহাসে এক যুগান্তকারী নাম—রকিব হাসান। জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দা’-এর স্রষ্টা এই প্রখ্যাত লেখক আর নেই। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর ১০ মাস।
সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মূর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “হাসপাতালে কিডনি ডায়ালাইসিস চলাকালীন অবস্থায় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। এরপর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
জানা গেছে, রকিব হাসান কিছুদিন ধরে ধানমণ্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তার দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিল।
রকিব হাসান ১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। বাবার চাকরির সুবাদে তার শৈশব কেটেছে ফেনীতে। স্কুলজীবন শেষে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। শিক্ষাজীবন শেষে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও তাতে স্থায়ী হতে পারেননি। অবশেষে লেখালেখিকেই জীবনের একমাত্র পথ হিসেবে বেছে নেন।
সেবা প্রকাশনী থেকেই রকিব হাসানের লেখক জীবনের সূচনা। প্রথম দিকে বিশ্বখ্যাত ক্লাসিক বইগুলোর অনুবাদের মাধ্যমে সাহিত্যজগতে প্রবেশ করেন। এরপর টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজা সিরিজসহ চার শতাধিক জনপ্রিয় বই লেখেন তিনি। তবে তার সবচেয়ে জনপ্রিয় সৃষ্টি নিঃসন্দেহে ‘তিন গোয়েন্দা’ সিরিজ, যা বাংলাদেশের কিশোর পাঠকদের প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে।
বাংলাদেশে কিশোর সাহিত্যের পুনর্জাগরণে রকিব হাসানের অবদান অপরিসীম। তার লেখা চরিত্র কিশোর, মুসা ও রবিন—শুধু কল্পনার গোয়েন্দা নয়, বরং এক প্রজন্মের সাহস, কৌতূহল ও বন্ধুত্বের প্রতীক হয়ে উঠেছিল।
বাংলা সাহিত্যের পাঠকসমাজ আজ শোকাহত। রকিব হাসান চলে গেলেন, কিন্তু রেখে গেলেন অমলিন স্মৃতি, অসংখ্য বই এবং এমন এক কিশোর-গোয়েন্দা জগৎ, যা বাংলা সাহিত্যে চিরকাল অমর হয়ে থাকবে।