বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

সাহিত্যে নোবেল জয়ে লাসলো ক্রাসনাহোরকাইয়ের প্রতিক্রিয়া 

‘আমি খুশি, গর্বিত, পাঠকদের কাছে কৃতজ্ঞ’ 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:২১, ১০ অক্টোবর ২০২৫

‘আমি খুশি, গর্বিত, পাঠকদের কাছে কৃতজ্ঞ’ 

হাঙ্গেরির খ্যাতিমান ঔপন্যাসিক লাসলো ক্রাসনাহোরকাই সাহিত্যে ২০২৫ সালের নোবেল পুরস্কার জিতেছেন। এই সম্মান পাওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, “এটা তো বিপর্যয়ের চেয়েও বেশি!”

স্টকহোম থেকে যখন নোবেল কমিটির ফোন আসে, তখন তিনি কোনো বিলাসবহুল স্টাডি রুমে বা সাংবাদিকদের ভিড়ে ছিলেন না; বরং ছিলেন জার্মানির ফ্রাঙ্কফুর্টে এক অসুস্থ বন্ধুর বাসায়। সাদামাটা দিনটি হঠাৎ করেই পরিণত হয় এক ঐতিহাসিক দিনে।

হঠাৎ এক ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে কণ্ঠ, “হ্যালো, আমি জানিয়ান, নোবেল প্রাইজ থেকে বলছি।”

শান্ত কণ্ঠে ক্রাসনাহোরকাই উত্তর দেন, “জি”

কয়েক মুহূর্তের মধ্যেই জানতে পারেন- তিনি ২০২৫ সালের সাহিত্যে নোবেল বিজয়ী।

এ খবর শুনে হাসতে হাসতে তার প্রতিক্রিয়া, “এটা তো বিপর্যয়ের চেয়েও বেশি!”

এটি আসলে স্যামুয়েল বেকেটের উক্তির প্রতি রসিক ইঙ্গিত, যিনি নিজের নোবেল জয়কে বলেছিলেন “একটি বিপর্যয়”।

পরে প্রতিক্রিয়ার ব্যাখ্যা দিয়ে ক্রাসনাহোরকাই বলেন, “বেকেট বলেছিলেন, ‘কী বিপর্যয়!’ আমি তাই বললাম, ‘বিপর্যয়ের চেয়েও বেশি’।  কিন্তু আসলে এটি আনন্দ ও গৌরবের বিষয়। আমি খুশি, গর্বিত যে মহান লেখক ও কবিদের সারিতে আমার নামও যুক্ত হলো।”

তিনি পাঠকদের উদ্দেশে বলেন, “আমি পাঠকদের কাছে কৃতজ্ঞ। কল্পনাশক্তি ছাড়া জীবন ভিন্ন হয়ে যায়। বই পড়া আমাদের সমৃদ্ধ করে এবং পৃথিবীর কঠিন সময় টিকে থাকার শক্তি দেয়।”

নোবেল জয়েও নিজের জীবনযাত্রায় বড় কোনো পরিবর্তন আসবে না বলে জানান ক্রাসনাহোরকাই। তিনি বলেন, “আমি বুদার পাহাড়ে থাকি, কখনো ট্রায়েস্টে, কখনো ভিয়েনায়। এটাই আমার জীবন।”

তিনি আরও বলেন, “আমি ধীরে ধীরে বুঝতে পারছি— আমি নোবেলজয়ী লেখক! সম্পূর্ণ বিস্মিত হয়েছিলাম।”

হাঙ্গেরীয় সাহিত্যজগতের অন্যতম প্রভাবশালী লেখক হিসেবে পরিচিত ক্রাসনাহোরকাই তার জটিল ও কাব্যিক ভাষার জন্য খ্যাত। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে Satantango, The Melancholy of Resistance এবং Baron Wenckheim’s Homecoming।

সূত্র: নোবেল প্রাইজ অফিসিয়াল ওয়েবসাইট, ফ্রাঙ্কফুর্ট ও স্টকহোম প্রতিনিধি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু