রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজকে জন্মদিনের শুভেচ্ছা

শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ: ১৯:২৬, ৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:১৮, ৮ অক্টোবর ২০২৫

প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজকে জন্মদিনের শুভেচ্ছা

আজ (৭ অক্টোবর) প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে জন্ম নেন বাংলা কবিতার এই কিংবদন্তি কবি। ষাটের দশকে লেখালেখি শুরু করলেও, তার প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশিত হয় ১৯৮৬ সালে—যা তাকে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়।

এরপর দীর্ঘ ২৬ বছর পর ২০১২ সালে প্রকাশিত হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কবিতা একাত্তর’ এবং ২০১৯ সালে প্রকাশিত হয় তার শেষ কাব্যগ্রন্থ ‘বেদনাকে বলেছি কেঁদো না’। অল্প সংখ্যক কবিতা লিখেও হেলাল হাফিজ হয়ে উঠেছিলেন বাংলা সাহিত্যের এক অদ্বিতীয় কণ্ঠ, যার কবিতার পংক্তি আজও মানুষের মুখে মুখে ফিরে আসে।

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় তিনি লেখেন ঐতিহাসিক কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’।

এই কবিতার প্রথম দুটি চরণ—
“এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়;
এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।”

এই দুটি লাইন সে সময় হয়ে ওঠে মুক্তিযুদ্ধপূর্ব প্রজন্মের প্রতিবাদের স্লোগান। কবিতাটি কোনো পত্রিকা ছাপতে সাহস না পেলেও আহমদ ছফা ও হুমায়ুন কবির তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে লিখে দিয়েছিলেন, যা সঙ্গে সঙ্গেই আন্দোলনের প্রতীক হয়ে ওঠে।

শ্রদ্ধা ও ভালোবাসায় ভেসে গেল জন্মদিন

কবির জন্মদিনে ভক্ত-পাঠকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তার স্মৃতি।

শুভজন তরুণ রাসেল লিখেছেন—“স্মৃতি কখনো পুরনো হয় না, পুরনো হয় মানুষ। জন্মদিনে ভালোবাসা জানবেন প্রিয় কবি।”

মেহেদী হাসান স্মরণ করেছেন তার দ্রোহী কবিতাকে, লিখেছেন—“ভাষা ও সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তিনি মরণোত্তর একুশে পদকে ভূষিত হন। শুভ জন্মদিন কবি।”

রিক্তা রিচি লিখেছেন—“জীবন খরচ করে যিনি কবিতা লিখেছেন, যিনি বেছে নিয়েছিলেন একাকিত্ব—আজ তাঁর জন্মদিন। শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন কবি।”

আরও অনেকে কবির পঙক্তি উদ্ধৃত করে লিখেছেন ভালোবাসার বার্তা—“এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজা
পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস আলম
শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যু
বাহরাইনে জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ছয় জেলায় নতুন এসপি
শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার প্লেন
হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি
প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ সেনা যাবে কাতার
ককটেল নিক্ষেপ–আগুন দিলে গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার
সংসদে ৩৩ শতাংশ নারী আসন ও সরাসরি নির্বাচনের দাবি নারীপক্ষের
ভুয়া ভিডিও নিয়ে জরুরি সতর্কবার্তা দিল অর্থ মন্ত্রণালয়
বালুময় মরুর বুকে সৌদি ফ্যাশনের নবজাগরণ
পার্বতীপুরে ফের সরকারি আশ্রয়ন প্রকল্পে ১০ ঘরে অগ্নিকান্ড
ভিসা বিষয়ে ব্রিটিশ হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা
খুলনা-৬ আসনে ‘বেহেশতের টিকিট’ বিতর্কে উত্তপ্ত নির্বাচনী মাঠ
বেক্সিমকো টেক্সটাইল খুলছে, রিভাইভালের লিজে কাজে ফিরবেন ২৫ হাজার শ্রমিক
জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের
বাংলাদেশে উৎপাদন শুরু করতে যাচ্ছে এআই প্রযুক্তি ব্র্যান্ড অনার