মিরপুর অগ্নিকান্ড
আগুণ নিয়ন্ত্রণে সময় লাগবে, ঘটনাস্থলে আসবে বুয়েট প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৩, ১৫ অক্টোবর ২০২৫

মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, কেমিক্যাল থাকায় দ্রুত নেভানো ঝুঁকিপূর্ণ এবং সময় লাগবে। এখন পর্যন্ত ১৬ জনের প্রাণহানি হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে মহাপরিচালক এ কথা বলেন।
এসময় মহাপরিচালক জানান, বুধবার (১৫ অক্টোবর) বুয়েটের প্রতিনিধিদল অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করবে। তারা দেখবে সেখানে কী ধরনের কেমিক্যাল রয়েছে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এসময় ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সাংবাদিকদের বলেন, “এখন আগুন কিছুটা কমেছে, আশপাশের আগুনও নিভে গেছে। কিন্তু কেমিক্যাল থাকায় আগুন আবারও জ্বলে উঠতে পারে। সে কারণে আমরা সতর্ক অবস্থানে আছি।”
ফায়ার সার্ভিসের একটি স্কেলিটন ইউনিট সারারাত ঘটনাস্থলে থাকবে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও বলেন, “এটি কেমিক্যাল ফায়ার, তাই দ্রুত নেভানোর চেষ্টা করলে বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। ধাপে ধাপে, সতর্কভাবে কাজ করতে হচ্ছে।”
তিনি আরও জানান, “ভবনের ভেতরে এখনও ধোঁয়া উঠছে। কেমিক্যালের রাসায়নিক গঠন জটিল হওয়ায় তা নেভাতে সময় লাগছে। আগুন সম্পূর্ণ নির্বাপণে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পরিদর্শন করবে।”
এ সময় তিনি স্থাপনাটির অনুমোদন ও নিরাপত্তা ঘাটতির বিষয়টি তুলে ধরে বলেন, “এই স্থাপনাটিতে ফায়ার সেফটি লাইসেন্স ছিল না। আমরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছি, যেন ভবিষ্যতে এমন অননুমোদিত স্থাপনা রোধে ব্যবস্থা নেওয়া হয়।”
তিনি আরও বলেন, “বিল্ডিং কোড বাস্তবায়নের দায়িত্ব রাজউকের। এ ধরনের ঝুঁকিপূর্ণ স্থাপনায় কেমিক্যাল রাখার অনুমতি থাকার কথা নয়। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে।”
ফায়ার সার্ভিস প্রধান বলেন, “আমরা নিয়মিত মানুষকে সচেতন করার প্রচার চালাই, মহড়া দিই। কিন্তু একা ফায়ার সার্ভিস যথেষ্ট নয়। স্থানীয় প্রশাসন ও সমাজকেও এখন দায়িত্ব নিতে হবে। অনুমোদনবিহীন কেমিক্যাল গোডাউনগুলোতে যেকোনও সময় প্রাণহানির ঝুঁকি থাকে।”
এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
মঙ্গলবার রাতে অগ্নিনিয়ন্ত্রণ ও উদ্ধার বিষয়ে সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাককারখানা ও কসমিক ফার্মা নামের এক কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। সকাল সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের খবর আসে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পাঁচ ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও সাত ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে।
এই কর্মকর্তা আরও জানান, ১৬ জনের মরদেহ পোশাককারখানা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়। ওই ভবনের নিচতলায় আগুনের তীব্রতা থাকায় এবং ছাদে ওঠার দরজা দুটি তালা দিয়ে বন্ধ থাকায় অনেকেই ভবন থেকে বের হতে পারেননি। ফলে ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে আগুনে পুড়ে নিহত হয়েছেন তারা।