বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

স্বজনের খোঁজে মিরপুরে অসংখ্য মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:০৬, ১৪ অক্টোবর ২০২৫

স্বজনের খোঁজে মিরপুরে অসংখ্য মানুষ

রাজধানীর মিরপুরের রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পোশাক কারখানা ও রাসায়নিক গুদামের সামনে এখন শোক আর কান্নার মিছিল। প্রিয়জনের খোঁজে ভিড় করেছেন অসংখ্য মানুষ। কেউ হাতে ছবিতে তাকিয়ে নির্বাক, কেউবা ছুটছেন দৌড়ে এক ফায়ার সার্ভিস কর্মীর কাছে— “আমার ভাইয়ের খোঁজ পেয়েছেন?”

ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্যমতে, মঙ্গলবার রাত পর্যন্ত আগুনে ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। মৃতদের সবার লাশ উদ্ধার করা হয় পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে। তবে এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, কারণ তাদের দেহ পুড়ে অচেনা হয়ে গেছে।

ভাইয়ের ছেলে রবিনের খোঁজে কাঁদতে কাঁদতে কারখানার সামনে দাঁড়িয়ে ছিলেন নাসিমা আক্তার। তিনি বলেন,“রবিন জিএম ফ্যাশনে কাটিং মাস্টার হিসেবে কাজ করত। তার কর্মস্থল ছিল ওই ভবনের তিনতলায়। ভবনের উপরের তলাগুলো থেকে কিছু শ্রমিক বের হতে পারলেও তিনতলা থেকে কেউ বাঁচতে পারেনি। এখন ছবিটা হাতে নিয়েই খুঁজছি।”

একইভাবে নিখোঁজ খালিদ হাসান সাব্বিরকে খুঁজছেন তার মামাতো ভাই শাকিল আহমেদ। তিনি জানান, সাব্বির “আরমান গার্মেন্টস”-এর স্টোর ইনচার্জ ছিলেন।
“তার ফোনে রিং হয়, কিন্তু কেউ ধরে না,”— বলেই কেঁপে উঠল শাকিলের কণ্ঠ।বন্ধু সারোয়ারের ছবি হাতে ঘুরছেন আমানুল্লাহ। তার চোখ ভেজা, মুখে শুধু একটাই কথা—“সারোয়ার মাত্র কয়েকদিন আগে এই ওয়াশিং ফ্যাক্টরিতে কাজ শুরু করেছিল। আগুন লাগার পর থেকে আর কোনো খোঁজ নেই...।”

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় “কসমিক ফার্মা” নামের এক রাসায়নিক গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। গুদামের পাশেই ছিল একটি পোশাক কারখানা—সেখানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট টানা কয়েক ঘণ্টা চেষ্টা চালায়। সন্ধ্যা নাগাদ পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এলেও রাসায়নিকের গুদামে আগুন জ্বলতেই থাকে। আগুন লাগার সাড়ে সাত ঘণ্টা পরও সেখানে ধোঁয়া আর দাহ্য গ্যাসের গন্ধে টিকে থাকা কষ্টকর হয়ে ওঠে উদ্ধারকর্মীদের জন্য।

স্থানীয়দের দাবি, গুদামটি ‘আলম সাহেব’ নামের এক ব্যক্তির মালিকানাধীন। রাসায়নিক দ্রব্য মজুত থাকায় আগুন মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়।
ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার তৎপরতায় নিয়োজিত আছেন।
এদিকে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে রাসায়নিকের তীব্র গন্ধ, আতঙ্কে অনেক বাসিন্দা বাড়ি ছাড়ছেন।

অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ করেছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, দগ্ধ ও নিখোঁজদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু