মিরপুর অগ্নিকাণ্ড
নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেবে জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০০:৫৯, ১৫ অক্টোবর ২০২৫

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ির ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রতি সহানুভূতি প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিহতদের প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি সকল বিত্তবান ও রাজনৈতিক সংগঠনকেও সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে দলের আমির ডা. শফিকুর রহমান এই ঘোষনা দেন।
এসময় তিনি বলেন, “আমরা মানবিক দায়িত্ববোধ থেকে নিহতদের পরিবারকে আপাতত মাথাপিছু ১ লাখ টাকা করে সহায়তা দেবো। ইনশাআল্লাহ, দ্রুতই তা পৌঁছে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “এই দুঃসময়ে সমাজের বিত্তবান ও রাজনৈতিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। আমরা যদি সবাই মিলে সহযোগিতার হাত বাড়াই, তাহলে এই অসহায় পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।”
জামায়াতের আমির সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যেসব পরিবার আজ তাদের উপার্জনক্ষম সদস্য হারিয়েছে, তাদের পাশে সরকারকেও যথাযথভাবে দাঁড়াতে হবে। একইসঙ্গে এই অগ্নিকাণ্ডের পেছনে যে গাফিলতি রয়েছে, তা খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় কসমি ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশেই অবস্থিত একটি গার্মেন্টস কারখানায়। ১৬টি মরদেহ ওই গার্মেন্টস কারখানা থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃতরা সবাই গার্মেন্টস কারখানাটির শ্রমিক।