মিরপুরের আগুন
নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:১৯, ১৫ অক্টোবর ২০২৫

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বিএনপি নেতারা ঘটনাস্থল পরিদর্শনের পর এই ঘোষণা দেওয়া হয়।
ঘটনাস্থলে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিহতদের পরিবারপ্রতি এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। তিনি বলেন,“এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে, কিন্তু কারণ অনুসন্ধান ও প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারেক রহমান ঘটনাটি শুনে গভীর শোক প্রকাশ করেছেন।”
রিজভী আরও প্রশ্ন তোলেন—একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় কীভাবে রাসায়নিক মজুদ ও পোশাক কারখানা একসঙ্গে পরিচালিত হলো। তার মতে, এখানে প্রশাসনিক অবহেলা ও নিয়ন্ত্রণহীনতা রয়েছে। তিনি সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানান।