বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

গণভোটসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন

সংবিধানের দোহাই দিয়ে যেন-তেন নির্বাচন জাতি মেনে নেবে না

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৯:৪২, ১৪ অক্টোবর ২০২৫

সংবিধানের দোহাই দিয়ে যেন-তেন নির্বাচন জাতি মেনে নেবে না

নির্বাচনের আগেই গণভোটসহ ৫ দফা দাবিতে ঢাকায় বিশাল মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। “সংবিধানের দোহাই দিয়ে যেন-তেন নির্বাচন জাতি মেনে নেবে না, পিআর পদ্ধতিতে কাঙ্ক্ষিত মানের নির্বাচন দিতে হবে”—এই স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের মূল কর্মসূচি অনুষ্ঠিত হয় রাজধানীর ঐতিহাসিক শাপলা চত্বরে। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দলটির যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “পিআর নিয়ে আলোচনায় প্রধান নির্বাচন কমিশনারসহ অনেকে সংবিধানের দোহাই দিচ্ছেন। কিন্তু জুলাই সনদের অনেক বিষয়ই তো সংবিধানে নেই। তাহলে কি সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদের বাস্তবায়নও বাধাগ্রস্ত করা হবে?”

তিনি আরও বলেন, “সংবিধানের দোহাই দিয়ে মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা যাবে না। জুলাই অভ্যুত্থানের চেতনাকে হত্যা করা যাবে না। সংবিধানের দোহাই দিয়ে যেন-তেন নির্বাচন জাতি মেনে নেবে না। বরং কাঙ্ক্ষিত মানের নির্বাচন হতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। এটা জনগণের দাবি, আন্দোলনরত সব দলের দাবি।”

মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “তফসিল ঘোষণার আগেই জুলাই সনদের বিষয়ে গণভোট আয়োজন করতে হবে। তা না হলে জুলাই সনদের বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে এবং জাতীয় নির্বাচনও সংকটে পড়বে।”

তিনি অভিযোগ করেন, “একজন নির্বাচন কমিশনার একটি দলের মতো করে কথা বলছেন। গণভোট আয়োজনের সময় নিয়ে চলমান তর্ক রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। কোনো কমিশনারের এভাবে দলীয় অবস্থান নেওয়া অত্যন্ত দুঃখজনক ও অনৈতিক।”

গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত অনুষ্ঠিত এই দীর্ঘ মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতৃবৃন্দ অংশ নেন।

শাপলা চত্বরে মূল মঞ্চে বক্তৃতা করেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ূম, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফি, এডভোকেট বরকতুল্লাহ লতিফ, মাওলানা আরিফুল ইসলাম, মুফতি মোস্তফা কামাল, মাওলানা দেলওয়ার হোসাইন সাকি, মাওলানা লোকমান হোসাইন জাফরি, ও কে. এম. শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপের অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দলটি জুলাই সনদে পিআর যুক্তকরণ, নির্বাচনের আগে গণভোট আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ ৫ দফা দাবি জানিয়েছে।

তাদের দাবি—নির্বাচন কমিশন যেন কোনো দলের স্বার্থে কাজ না করে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে গণভোটের মাধ্যমে রাজনৈতিক সংস্কারের রূপরেখা নির্ধারণ করে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু