বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

চট্টগ্রামে আযাদ

‘পিআর নিয়ে গণভোট করুন, না হলে রাজপথে ফয়সালা’

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২১:৫০, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:৫১, ১৪ অক্টোবর ২০২৫

‘পিআর নিয়ে গণভোট করুন, না হলে রাজপথে ফয়সালা’

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি (পিআর) বাস্তবায়নে মত নিতে গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।অন্যথায় রাজপথে বিষয়টির ফয়সালা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন হামিদুর রহমান আযাদ। পাঁচ দফা দাবির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরী জামায়াত এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে হামিদুর রহমান আজাদ বলেন, “বর্তমান সংখ্যাগরিষ্ঠভিত্তিক নির্বাচনী ব্যবস্থা জনগণের একটি বড় অংশকে প্রতিনিধিত্ববিহীন করে রেখেছে। পিআর পদ্ধতি এখন সময়ের দাবি, জনগণের দাবি এবং গণতন্ত্র রক্ষার দাবি।”

পিআর পদ্ধতির পক্ষে যুক্তি তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, প্রতিটি দল সংসদে আসন পাবে তাদের মোট ভোটের আনুপাতিক ভিত্তিতে। এতে কোনো ভোট নষ্ট হবে না এবং সব দলই সমান সুযোগ পাবে। এটি ন্যায়সংগত ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। বর্তমান ব্যবস্থায় অল্প ভোট পেয়ে কেউ জেতে, কেউ জনপ্রিয় হয়েও বাদ পড়ে—এটাই গণতন্ত্রের অন্তরায়।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, “অবিলম্বে পিআর পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নিন এবং এর আগে জনগণের মতামত নিতে গণভোটের আয়োজন করুন। তা না হলে, জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই এর চূড়ান্ত ফয়সালা করব ইনশাআল্লাহ।”

মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম ও পরিচালনা করেন মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু