বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

শাপলার পিছু ছাড়ছে না কংগ্রেস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:২২, ১৪ অক্টোবর ২০২৫

শাপলার পিছু ছাড়ছে না কংগ্রেস

প্রতীকের তালিকায় না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দিতে পারছে না নির্বাচন কমিশন। এ নিয়ে ভীষন চাপের মধ্যে রয়েছে ইসি। এরই মধ্যে নিজেদের প্রতীক ডাব বাদ দিয়ে শাপলার পিছু নিয়েছে বাংলাদেশ কংগ্রেস। তারাও ছাড়ছে না শাপলার আশা। সর্বশেষ এবার প্রতীকের তালিকায় শাপলা গেজেটভুক্ত করে অবিলম্বে দলটিকে ‘ডাব’ প্রতীকের পরিবর্তে শাপলা বরাদ্দ দিতে ইসির কাছে চিঠি লিখেছে দলটি। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি দিয়ে এই দাবি জানিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করে। দলের প্রথম প্রচারপত্রে ন্যাচারাল নকশায় শাপলা ব্যবহার হয়। পরে শৈল্পিক ডিজাইন করে সব কাগজপত্রে শাপলা দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। ২০১৭ সালে নিবন্ধনের আবেদন করার সময় নির্বাচন কমিশন থেকে বলা হয়, শাপলা জাতীয় প্রতীক এবং এটি দলীয় প্রতীক হতে পারে না। নির্বাচন কমিশনের উক্ত কথায় আমরা ‘বই’ প্রতীক প্রস্তাব করে আবেদন জমা দেই, যদিও আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া কাগজপত্র ও দলীয় লোগোতে তখনো শাপলার ছবি ছিলো।

চিঠিতে আরও বলা হয়, পরবর্তীতে মহামান্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগের রায় অনুসারে যখন বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দেওয়া হয়, তখন আমরা ‘বই’ প্রতীক দাবি করি। কিন্তু গেজেটভুক্ত প্রতীকের বাইরে প্রতীক দেওয়া সম্ভব নয় বলে আমাদের ‘ডাব’ প্রতীক নিতে বাধ্য করা হয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, ধানের শীষ, শাপলা, পাটপাতা ও তারা —এই চারটি স্বতন্ত্র বস্তুর সমন্বয়ে প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক নির্ধারিত। চারটি বস্তুর মধ্যে ধানের শীষ ও তারা গেজেটভুক্ত করে যথাক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জেএসডি) বরাদ্দ দেওয়া হয়েছে। স্বতন্ত্র হিসেবে গেজেটভূক্ত করে যেহেতু দুটি রাজনৈতিক দলকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, সেহেতু অন্য স্বতন্ত্র বস্তু হিসেবে শাপলাকে গেজেটভুক্ত করে রাজনৈতিক দলকে বরাদ্দ দিতে কোনো আইনগত বা নৈতিক প্রতিবন্ধকতা নেই।

ইসিতে পাঠানো চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সম্প্রতি কোনো কোনো রাজনৈতিক দল থেকে দলীয় প্রতীক হিসেবে শাপলা চাওয়া হচ্ছে। সেক্ষেত্রে প্রথম দাবিদার বাংলাদেশ কংগ্রেসকে অগ্রাধিকার দিতে হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু