শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৯, ১৪ অক্টোবর ২০২৫

ফাইল ছবি
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ‘লাগাতার অবস্থান’ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবারও তারা অবস্থান অব্যাহত রেখেছেন।
দাবি আদায় না হলে দুপুর ১২টায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা করার ঘোষণা দিয়েছেন শিক্ষক-কর্মচারীরা।
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে চলমান এ কর্মসূচিতে সারাদেশের শিক্ষক-কর্মচারীরা অংশ নিচ্ছেন। একই দাবিতে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও কর্মবিরতি পালন করছেন সমমনা শিক্ষক-কর্মচারীরা।
গত রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান পালনের সিদ্ধান্ত নেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাতা মাত্র ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়।
শিক্ষক-কর্মচারীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন। তাদের দাবি, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা প্রদান করতে হবে, নতুবা আন্দোলন আরও বেগবান করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।