বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:১০, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৩১, ১৪ অক্টোবর ২০২৫

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬ 

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগা স্থান থেকে ধোঁয়া বেরুচ্ছিল। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দীর্ঘ সাড়ে সাত ঘণ্টা কাজ করেও রাসায়নিকের আগুন সম্পূর্ণ নেভাতে পারেনি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, মৃতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

দগ্ধ অবস্থায় তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রূপনগরের শিয়ালবাড়ি এলাকার কসমিক ফার্মা নামের একটি কেমিকেল গোডাউনে আগুন লাগে, যা পাশের একটি পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন  । স্থানীয়দের অনেকেই আগুন নেভাতে গিয়ে আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনলেও রাসায়নিকের গুদামের আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। আগুনের ভয়াবহতা ও দাহ্য পদার্থের উপস্থিতির কারণে উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা তাজুল ইসলাম চৌধুরী জানান, আগুনের উৎস এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, কেমিকেল গোডাউন অথবা পোশাক কারখানার কোনো একটি স্থান থেকেই আগুনের সূত্রপাত হয়। বিষয়টি তদন্তের জন্য ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ দল কাজ শুরু করেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হলেও বাস্তব ক্ষয়ক্ষতি আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বহু শ্রমিক ও কর্মচারী তখন ভবনের ভেতরে ছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। উদ্ধারকাজে সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা যুক্ত হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু