বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

আগুনের পরও ধোঁয়া-গ্যাসে বিপর্যয়, গার্মেন্টস কর্মীদের অসুস্থতা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:০৭, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:১৩, ১৫ অক্টোবর ২০২৫

আগুনের পরও ধোঁয়া-গ্যাসে বিপর্যয়, গার্মেন্টস কর্মীদের অসুস্থতা বাড়ছে

রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে শাহআলম কেমিক্যালের গোডাউনে আগুন লাগার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও থামেনি ধোঁয়া ও বিষাক্ত গ্যাসের নির্গমন। ফায়ার সার্ভিসের সদস্যরা ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন, তবে আগুন সম্পূর্ণ নেভার পরও ভবনটি থেকে নিরবচ্ছিন্নভাবে বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে। এই গ্যাস ছড়িয়ে পড়ায় আশপাশের ভবন ও বিশেষ করে পাশের গার্মেন্টস কারখানার বহু শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঘটনাস্থলে দেখা যায়, শিয়ালবাড়ির আশপাশে ঘন ধোঁয়া ছড়িয়ে আছে। ফায়ার সার্ভিসের সদস্যরা মাইকিং করে মানুষকে ৩০০ গজ দূরে অবস্থান করতে বলছেন। কারণ, ধোঁয়ার সঙ্গে বের হওয়া রাসায়নিক গ্যাস স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গতকাল (১৪ অক্টোবর) সকালে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে শাহআলম কেমিক্যালের পুরো গোডাউন ভস্মীভূত হয়। রাসায়নিক পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের গার্মেন্টস ভবনেও। এতে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
কেমিক্যালের গোডাউন থেকে এখনও ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে, যা বাতাসে ছড়িয়ে পড়ছে। এতে আশপাশের গার্মেন্টস এলাকাগুলোতেও তীব্র দুর্গন্ধ ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে।

গোডাউনের দুই ভবন পরেই রয়েছে “রাইজিং গ্রুপ” নামের একটি গার্মেন্টস। সেখানকার কর্মী মো. মাসুদ রানা জানান, “সকাল ৮টার আগে অফিসে এসে ফ্যান চালাতেই ওই ধোঁয়া ভিতরে ঢুকে যায়। সবাই কাশতে থাকে, কেউ বমি করছে, কেউ জ্ঞান হারাচ্ছে। পরে আমাদের অনেককে হাসপাতালে নিতে হয়।”

রাইজিং গ্রুপের সুইং সেকশনের সুপারভাইজার বেলাল হোসেন বলেন, “আমরা অফিসে ঢুকেই দেখি কয়েকজন হঠাৎ পড়ে যাচ্ছে। একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে।”
স্বপ্ন জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক মো. কবির হোসেন জানান, “সকালে রাইজিং গ্রুপ থেকে অন্তত ৩০ জন কর্মীকে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কয়েকজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজন কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।”

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মিরপুরের রূপনগর শিয়ালবাড়ির ওই কেমিক্যাল ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। ১২টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়া ও রাসায়নিক গ্যাসের প্রভাব এখনো কাটেনি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কেমিক্যাল গোডাউনটিতে যে সব পদার্থ ছিল, সেগুলোর কিছু এখনো বিক্রিয়া করে ধোঁয়া তৈরি করছে। এ ধোঁয়ায় কার্বন মনোক্সাইডসহ ক্ষতিকর গ্যাস রয়েছে যা ফুসফুসে জটিলতা তৈরি করতে পারে। তারা এলাকাবাসীকে অন্তত ৩০০ গজ দূরে অবস্থান করার অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু