ধানমন্ডি ৩২ নম্বরে ভবনে আগুন, নিয়ন্ত্রণে এসেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:২৩, ১৫ অক্টোবর ২০২৫

ফাইল ছবি
রাজধানীর মিরপুরের কেমিক্যাল গুদামের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টার মধ্যেই এবার ধানমন্ডি ৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনে আগুনের ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ৩টা ২০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আগুন লাগলে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় বেলা ৩টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানিয়েছেন, ভবনটি নির্মাণাধীন ছিল এবং আশপাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আগে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
এদিকে রাজধানীর অন্য প্রান্তে, মিরপুরের রূপনগরের শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামের আগুন এখনো জ্বলছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানিয়েছেন, “আগুন নেভানোর কাজ অব্যাহত আছে। তবে গুদামে বিপুল পরিমাণ কেমিক্যাল থাকায় সম্পূর্ণ নির্বাপণ করতে সময় লাগবে।”
তিনি আরও বলেন, “গুদামে থাকা বিভিন্ন ধরনের মাল্টিপারপাস কেমিক্যাল থেকে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে, যা আশপাশের মানুষের শ্বাসকষ্টের কারণ হচ্ছে। ঘনবসতির কারণে কাজেও বিঘ্ন ঘটছে। স্থানীয়দের নিরাপত্তার জন্য আমরা মাইকিং করে দূরে থাকতে বলেছি।”
কাজী নজমুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুদামে আর কোনো মৃতদেহ নেই। তবে পুরো অগ্নিনির্বাপণ কাজ শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, “রাজধানীজুড়ে অবৈধ রাসায়নিক গুদাম উচ্ছেদে ফায়ার সার্ভিস কাজ করছে। আমরা চাই না ভবিষ্যতে এমন ভয়াবহ দুর্ঘটনা আর ঘটে।”