উখিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২০:৫৫, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:১৮, ১৫ অক্টোবর ২০২৫

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ২টা ৩৫ মিনিটের দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) সুমনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের ডিগলিয়া পালং গ্রামের হাজী নুর আহমদের ছেলে মো. ইউনুস (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাইন্যাশিয়া এলাকার বিএম অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনের পাকা রাস্তা থেকে ইউনুসকেে আটক করা হয়। তল্লাশির সময় তার দেহ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া থানার ওসি জিয়াউল হক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ইউনুসকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।