উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার
মাদকবিরোধী দুটি পৃথক অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।সোমবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিডি-১৯ এর দক্ষিণ-পূর্ব দিকে কাটাখাল মিজানের ঘের এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার দিক থেকে একজন ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করে ধানক্ষেতের ভেতর দিয়ে আসতে দেখা যায়।