ভারতের মধ্যপ্রদেশ ও রাজস্থানে ‘বিষাক্ত’ কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ খেয়ে ১৪ জন শিশু মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশের চিকিৎসক প্রবীণ সোনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তামিলনাড়ুর ড্রাগ কন্ট্রোল দফতর, যা জনস্বাস্থ্যের ভয়াবহ চিত্র তুলে ধরেছে।