বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ঢামেক হাসপাতালে ফের চালু অস্থিমজ্জা প্রতিস্থাপন

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৩, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ০২:৫৬, ১২ অক্টোবর ২০২৫

ঢামেক হাসপাতালে ফের চালু অস্থিমজ্জা প্রতিস্থাপন

পাঁচ বছর পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আবার বোনম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জা প্রতিস্থাপন চিকিৎসা চালু হয়েছে। এর ফলে এখন থেকে দেশের রক্তজনিত জটিলতা ও ক্যানসার আক্রান্ত রোগীরা এই হাসপাতালে অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে পারবে।  

শনিবার (১১ অক্টোবর) দুপুরে ঢামেকের নতুন ভবনের ১০ তলায় এই সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

এসময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘ঢাকা মেডিকেলে বোনম্যারো ট্রান্সপ্লান্টের রোগীদের প্রতি সেবাটি আবার শুরু হলো। যাদের সামর্থ্য রয়েছে, তারা গরিব রোগীদের জন্য সুযোগ করে দিন।’

অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা জানান, দেশে বর্তমানে বোন-ম্যারো ট্রান্সপ্লান্টের রোগীর সংখ্যা প্রায় ১০ হাজার। প্রতি বছর প্রায় এক হাজার রোগীকে এই সেবা দেওয়া হয়। চলতি বছর ইতিমধ্যে ২০০টি ট্রান্সপ্লান্ট সম্পন্ন হয়েছে। 

অসহায় দরিদ্র রোগীদের এই চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিশেষ ফান্ড বরাদ্দ করা হয়েছে বলেও জানান উপদেষ্টা নূরজাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, উপপরিচালক ডা. মো. আশরাফুল আলম, সহকারী পরিচালক ডা. মো. আব্দুর রহমানসহ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন ।

উদ্বোধন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, ‘করোনার সময় হাসপাতালের বোনম্যারো ট্রান্সপ্লান্টের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০২৩ সালে পুনরায় শুরু করার চেষ্টা করা হলেও নানা কারণে তা সম্ভব হয়নি। আজ অবশেষে এটি পূর্ণাঙ্গভাবে চালু করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই চিকিৎসা একটি খরচসাপেক্ষ চিকিৎসা। সরকারের পক্ষ থেকে আমরা একটি শিক্ষা ফান্ড দিয়েছি। রোগীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যাদের সামর্থ্য আছে, তারা সুযোগটা নিতে যাবেন না। কিন্তু যাদের নেই, তারা অবশ্যই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সুযোগটি গ্রহণ করবেন।’

অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘এই কেন্দ্রটি আন্তর্জাতিক মানের বিএমটি ইউনিট হিসেবে গড়ে তোলা হয়েছে। এখানে সব ধরনের ল্যাব ফ্যাসিলিটিজ রয়েছে। চট্টগ্রাম মেডিকেল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল থেকে দুইজন দীর্ঘ মেয়াদে প্রশিক্ষিত হেমাটোলোজিস্ট এখানে অংশ নেবেন এবং ঢামেকে একজন সহায়তা করবেন। আমরা আশা করি আগামী এক বছরের মধ্যে দেশের সর্বোচ্চ বোনম্যারো ট্রান্সপ্লান্ট এখানে হবে।’

অনুষ্ঠানে হাসপাতালের নতুন সিসিইউ বেড, নতুন আল্ট্রাসনোগ্রাম যন্ত্র, কিছু টিকিট কাউন্টার ও অন্যান্য আধুনিক পরিবর্ধন ঘুরে দেখেন স্বাস্থ্য উপদেষ্টা ও বিশেষ অতিথিরা। 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু