ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৮৪১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:০৫, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:৪২, ১৪ অক্টোবর ২০২৫

দেশে গত ২৪ ঘণ্টায় (আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও পাঁচজন মারা গেছে। এ নিয়ে চলতি মাসের ১৪ দিনে রোগটিতে ৪০ জন মারা গেল ও বছরে মৃত্যু দাঁড়িয়েছে ২৩৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের (১৪ অক্টোবর) বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যারা মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ, দুজন নারী। তাদের বয়স ছিল যথাক্রমে ৬০, ৫৯, ৬০, ৬৫ এবং ১৮ বছর।
মৃতদের দুই জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বাকি তিন জন মিটফোর্ড হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টয় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৮৪১ রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে এ মাসের ১৪ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হলো ৮ হাজার ৯১৫ জন। এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ২৫৭ জনে।
এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন ও মারাও গেছে সবচেয়ে বেশি ৭৬ জন।
এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫ হাজার ৯৫১ জন এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছে।
জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। তার আগে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, আগস্টে ৩৯ জন মারা যায়। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ৩০১ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা বিভাগে ২১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, খুলনা বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ৪৭ জন, বরিশাল বিভাগে ১২৫ জন এবং সিলেট বিভাগে তিন জন রোগী ভর্তি হয়েছে।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ২ হাজার ৬৬৫ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৭১ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৯৪ জন।
দেশে ব্যাপকহারে প্রথম ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয় ২০০০ সালে। সেবছর থেকেই স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর তথ্য সংরক্ষণ করছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ি, এখন পর্যন্ত ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।