এবার একই দিনে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:২৮, ১৩ অক্টোবর ২০২৫

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা একই দিনে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
রবিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে সোমবার (১৩ অক্টোবর) এই তথ্য জানানো হয়। তবে একই, নাকি ভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ১২ ডিসেম্বর এক সাথে এমবিবিএস ও বিডিএস পরীক্ষা হবে। তবে কীভাবে পরীক্ষা নেবো, কি নেবো—এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এর বাইরে আর কিছুই ঠিক হয়নি।’