বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

বাজেট বিল নিয়ে অচলাবস্থা, শাটডাউনের পথে যুক্তরাষ্ট্র সরকার

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ২২:০০, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২২:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫

বাজেট বিল নিয়ে অচলাবস্থা, শাটডাউনের পথে যুক্তরাষ্ট্র সরকার

অর্থবছর ২০২৫ শেষ হওয়ার আর মাত্র এক দিন বাকি। অর্থাৎ এক দিন পরেই শুরু হবে ২০২৬ অর্থবছর। কিন্তু সেই বাজেটকে ঘিরেই যুক্তরাষ্ট্র কংগ্রেসে তৈরি হয়েছে গভীর অচলাবস্থার। এ অবস্থায় ফের সরকারি কার্যক্রম শাটডাউনের মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। 

হাউস অব রিপ্রেজেন্টেটিভস গত ১৯ সেপ্টেম্বর রিপাবলিকানদের প্রস্তাবিত বাজেট বিল পাস করেছিল। সেই বাজেটে ২১ নভেম্বর পর্যন্ত সরকারি ব্যয় নির্বাহে সহায়তা করার কথা ছিল। কিন্তু সিনেটে সেই বিল অনুমোদন পায়নি। অথচ বুধবার মধ্যরাতেই শেষ হচ্ছে ২০২৫ অর্থবছরের মেয়াদ।

এখন ডেমোক্র্যাটরা বলছে, তারা বাজেট সমঝোতার জন্য স্বাস্থ্যবিমার ভর্তুকি বৃদ্ধি ও মেডিকেইড কাটছাঁট বাতিলের দাবি জানাচ্ছে। তাদের অভিযোগ, রিপাবলিকান বাজেট প্রস্তাব স্বাস্থ্যসেবা আরও দুর্বোধ্য করে তুলবে।

অন্যদিকে রিপাবলিকানরা বলছে, ডেমোক্র্যাটরা কোনো গঠনমূলক সমঝোতায় আসছে না। তারা এই দাবিতে কোনো ছাড় দিতে রাজি নয়।

এমন অবস্থায় দেশটি শাটডাইনের পথে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ডেমোক্র্যাটদের অনড় অবস্থানের কারণে দেশ এখন শাটডাউনের পথে।

সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, “শাটডাউন হবে কি না, তা এখন রিপাবলিকানদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।”

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের দুই কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে সিনেটে কোনো বিল পাসের জন্য প্রয়োজনীয় ৬০ ভোট তাদের নেই। ফলে, দুই দলের সমঝোতা ছাড়া শাটডাউন এড়ানো সম্ভব নয়।

এর আগে ২০১৯ সালে একবার শাটডাইনের কবলে পড়েছিল দেশটি। ছয় বছর পর আবার যুক্তরাষ্ট্র সরকারি শাটডাউনের আশঙ্কায় পড়ছে। শাটডাউনের কারণে সরকারি দপ্তর, পার্ক, প্রকল্প ও বহু সেবা কার্যক্রম আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু