রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

ওয়ার্নার ব্রাদার্স–নেটফ্লিক্সের ৮৩ বিলিয়ন ডলারের চুক্তির ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫:২৭, ৭ ডিসেম্বর ২০২৫

ওয়ার্নার ব্রাদার্স–নেটফ্লিক্সের ৮৩ বিলিয়ন ডলারের চুক্তির ট্রাম্প

বিনোদন জগতে নতুন আলোচনা। কমকাস্ট ও প্যারামাউন্টকে পেছনে ফেলে নেটফ্লিক্স ঘোষণা করেছে—তারা কিনতে চলেছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির (ডব্লিউবিডি) ফিল্ম ও স্ট্রিমিং ব্যবসা।
প্রায় ৮৩ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয় চুক্তিতে। 
কিন্তু এই  লেনদেনের পথে এখন উঠে এসেছে এক অপ্রত্যাশিত রাজনৈতিক বাধা—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের নীতিগত সংশয়।

হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, নেটফ্লিক্স–ওয়ার্নার ব্রাদার্স চুক্তি নিয়ে প্রশাসনের ভেতরে “গভীর সংশয়” রয়েছে।কারণ, এই একীভূতকরণ কার্যকর হলে স্ট্রিমিং বাজারে নেটফ্লিক্সের ক্ষমতা অভূতপূর্ব মাত্রায় পৌঁছাতে পারে।

ফলে, বিচার বিভাগ (ডিওজে) এবং ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)–এর কড়া নজরদারি এড়িয়ে যাওয়া কঠিন হবে বলে ধারণা করছে শিল্প সংশ্লিষ্টরা।

যদিও এই চুক্তিতে কোনো সম্প্রচার নেটওয়ার্ক জড়িত না থাকায় এফসিসির -এর অনুমোদন প্রয়োজন হবে না।
তা সত্ত্বেও নেটফ্লিক্স আশাবাদী। সহ-প্রধান নির্বাহী টেড সারানদোস বলেন— “এই চুক্তি ভোক্তা, উদ্ভাবন, নির্মাতা ও কর্মীদের জন্য সমানভাবে উপকারী। নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রাদার্স—দুই প্রতিষ্ঠানের কাজ একে অপরকে অত্যন্ত ভালোভাবে পরিপূরক করবে।”

ডব্লিউবিডির প্রধান নির্বাহী ডেভিড জাসলাভও কর্মীদের সঙ্গে আলোচনায় জানান—দুই প্রতিষ্ঠানের লক্ষ্য ও সংস্কৃতির মধ্যে “খুব কম অমিল” রয়েছে।
আশ্চর্যের বিষয়—নেটফ্লিক্স জানিয়ে দিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন না মিললে তারা ডব্লিউবিডিকে ৫.৮ বিলিয়ন ডলার জরিমানা দিতেও রাজি।
এত বড় অঙ্কের প্রতিশ্রুতি—চুক্তির বিষয়ে প্রতিষ্ঠানটির আত্মবিশ্বাসকেই প্রতিফলিত করে।

প্যারামাউন্ট অভিযোগ করেছে—ডব্লিউবিডি নাকি “নেটফ্লিক্সকে সুবিধা দিতে একপেশে দরপত্র পরিচালনা করেছে।”
তাদের দাবি—দুই প্রতিষ্ঠান এক হলে বাজারে অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে।

এ ছাড়া—লেখক সংগঠন, প্রেক্ষাগৃহ মালিক সমিতি, হলিউডের বিভিন্ন গিল্ড।
সবাই উদ্বেগ প্রকাশ করেছে চাকরি, স্বাধীন প্রতিযোগিতা ও লাভজনক কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নিয়ে।

ডেমোক্র্যাটিক সিনেটর এলিজাবেথ ওয়ারেন মন্তব্য করেছেন,  “এটি একচেটিয়া বাজার তৈরির ভয়াবহ উদাহরণ তৈরি করবে, যা ভোক্তার খরচ বাড়াবে এবং বিকল্প কমাবে।”

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ