থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে আবারও গুলি বিনিময়, সেনাসদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:০৬, ৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৯:১৫, ৮ ডিসেম্বর ২০২৫
দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আবারও উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।
থাইল্যান্ডের দাবি, হামলার আগে কম্বোডিয়ার সেনারা তাদের সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায়, যার ফলে একজন থাই সৈন্য নিহত ও চারজন আহত হন।
খবর আল জাজিরা।
রবিবার (৭ ডিসেম্বর) দু’দেশের সেনাবাহিনীর মধ্যে থাইল্যান্ডের সি সা কেত প্রদেশের সীমান্ত এলাকায় গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
থাইল্যান্ডের দাবি, হামলার আগে কম্বোডিয়ার সেনারা তাদের সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায়, যার ফলে একজন থাই সৈন্য নিহত ও চারজন আহত হন। (সূত্র: আল জাজিরা)।
থাই সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে কম্বোডীয় সেনারা সি সা কেতের থাই ভূখণ্ড লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এক সেনার পায়ে গুলি লাগে এবং আরেকজন বুকে আঘাত পান। পরে থাই সেনারাও পাল্টা জবাব দিতে বাধ্য হয়। প্রায় ৩৫ মিনিট ধরে চলতে থাকে উভয় পক্ষের সংঘর্ষ।
সংঘাত থেমে যাওয়ার পরই থাই সেনা ও সীমান্তরক্ষী বাহিনী সীমান্তবর্তী চার প্রদেশ—বুরি রাম, সুরিন, সি সা কেত ও উবন রাতচাথানি থেকে কয়েক হাজার মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
জাতিসংঘে অভিযোগের পরই সংঘাত
এর কয়েক ঘণ্টা আগে থাইল্যান্ড জাতিসংঘে কম্বোডিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে। থাই সরকারের দাবি—কম্বোডিয়া গোপনে থাই ভূখণ্ডের ভেতরে বড় এলাকা জুড়ে ল্যান্ডমাইন পুঁতে রেখেছে। এসব বিস্ফোরণে ইতোমধ্যে বেশ কয়েকজন থাই ও চীনা নাগরিক আহত হয়েছেন বলেও অভিযোগ জানায় ব্যাংকক। বিষয়টি তদন্তে জাতিসংঘের হস্তক্ষেপও চায় থাইল্যান্ড।
এই অভিযোগ দেওয়ার অল্প সময়ের মধ্যেই সি সা কেত–এ রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়।
পূর্বের সংঘাতের পুনরাবৃত্তি?
সীমান্ত দখল–বিবাদকে কেন্দ্র করে দীর্ঘ ১৫ বছরের যুদ্ধবিরতি ভাঙার পর চলতি বছরের জুলাই মাসে বড় ধরনের সংঘর্ষে জড়িয়েছিল থাইল্যান্ড ও কম্বোডিয়া। পাঁচদিনের সেই সংঘাতে দুই দেশের ৩২ জন নাগরিক নিহত এবং অন্তত ৩০ জন আহত হন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
কিন্তু নতুন করে আবারও গুলি বিনিময় শুরু হওয়ায় সীমান্ত পরিস্থিতি যে দ্রুত অবনতির দিকে যাচ্ছে, তা স্পষ্ট হয়ে উঠেছে।
