দিল্লি সফরে পুতিনকে ছয় বিশেষ উপহার দিলেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:২৬, ৬ ডিসেম্বর ২০২৫
ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলন উপলক্ষে দু’দিনের ভারত সফরে এসে সম্মানজনক লালগালিচা অভ্যর্থনা পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। রাষ্ট্রীয় এই সফরকে স্মরণীয় করে রাখতে মোদি তার ‘বন্ধু’ পুতিনকে দিয়েছেন ছয়টি অনন্য উপহার, যা ভারতের বিভিন্ন প্রদেশের ঐতিহ্য ও কুটিরশিল্পের প্রতিনিধিত্ব করে।
গীতা– রাশিয়ান সংস্করণ
মোদির দেওয়া উপহারগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ভগবদ্ গীতা-র একটি রাশিয়ান সংস্করণ। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন ও কৃষ্ণের মধ্যকার ঐতিহাসিক উপদেশযজ্ঞ এই গ্রন্থে লিপিবদ্ধ—যা ভারতীয় দর্শন ও সংস্কৃতির এক অনন্য প্রতীক।
মুর্শিদাবাদের রুপার টি-সেট
পুতিনকে উপহার দেওয়া হয়েছে মুর্শিদাবাদের বিখ্যাত রুপার টি-সেট। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী কারুকাজে তৈরি এই সেটে রয়েছে টি-পট, কাপ, কেটলি ও পরিবেশন পাত্র—যা বাংলার শিল্পরুচি ও হস্তশিল্পের এক অনন্য নিদর্শন।
মহারাষ্ট্রের রুপার ঘোড়া
মহারাষ্ট্রে তৈরি রুপার তৈরি একটি অলঙ্কৃত ঘোড়ার মূর্তিও তুলে দেন মোদি। এটি শক্তি, গতি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে পরিচিত।
আগ্রার মার্বেল দাবা সেট
উত্তরপ্রদেশের আগ্রার বিখ্যাত মার্বেল পাথরে তৈরি একটি দাবা সেট পেয়েছেন পুতিন। ভারতের ঐতিহ্যবাহী পাথরশিল্পের নিপুণতা এতে ফুটে উঠেছে।
আসামের চা
ভারতের অন্যতম বিশ্ববিখ্যাত রপ্তানি পণ্য—আসামের চা—উপহারের তালিকায় স্থান পেয়েছে। সুগন্ধে অনন্য এই চা ভারতের কৃষিসংস্কৃতিরও প্রতীক।
কাশ্মীরি জাফরান
বিশ্বের সেরা মশলার তালিকায় থাকা কাশ্মীরের জাফরানও ছিল পুতিনের উপহার-বক্সে। সুগন্ধী এই মশলা কাশ্মীরের পরিচিতি বহন করে।
ভারত–রাশিয়া সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে আরও ঘনিষ্ঠ হয়েছে। যুক্তরাষ্ট্রের চাপ ও ৫০ শতাংশ শুল্ক আরোপ সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল আমদানির নীতি থেকে ভারত পিছিয়ে আসেনি। দিল্লিতে বৈঠক শেষে পুতিনও এ নিয়ে ভারতকে সমর্থনের বার্তা দেন।
তথ্যসূত্র: এনডিটিভি
