সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিল কানাডা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:৪৮, ৬ ডিসেম্বর ২০২৫
সিরিয়াকে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা দেশের তালিকা থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। শুক্রবার (৫ ডিসেম্বর) কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সিরিয়ার অন্তর্বর্তী সরকার দেশটির স্থিতিশীলতা ও রাজনৈতিক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে—যা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্র দেশগুলোর সাম্প্রতিক নীতিগত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা জানায়, আঞ্চলিক শান্তি বজায় রাখা, জঙ্গিবাদবিরোধী আন্তর্জাতিক কার্যক্রমে সহযোগিতা এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করায় সিরিয়ার অবস্থান পুনর্মূল্যায়ন করা হয়েছে।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেন,
“সিরিয়ার শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। একটি অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে আমরা সিরিয়ার জনগণের পাশে থাকতে চাই।”
উল্লেখ্য, বাশার আল–আসাদ সরকার ক্ষমতায় থাকাকালীন ২০১২ সালে সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকায় যুক্ত করা হয়।
এরই মধ্যে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের প্রতিনিধি দল সিরিয়ার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার জন্য দেশটিতে সফর করেছে। আন্তর্জাতিক রাজনীতিতে সিরিয়ার পুনঃঅংশগ্রহণ ও আঞ্চলিক ভারসাম্য পুনর্গঠনে এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
