সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৬:২০, ৭ ডিসেম্বর ২০২৫

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুরের তারাপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। বিজয়ের মাসে এ ধরনের ঘটনার ঘটনায় মুক্তিযোদ্ধা সমাজসহ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) ভোররাতে কবরস্থানের বাঁশের বেড়ায় আগুন ধরিয়ে দেওয়া হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লেও স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়।

কবরস্থানের কেয়ারটেকার ও স্থানীয় মসজিদের মুয়াজ্জিন শহিদুল ইসলাম জানান, “ফজরের আজান দিতে যাওয়ার সময় দেখি পুরো বেড়ায় ধোঁয়া উঠছে। সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে ঘোষণা দিই। পরে স্থানীয় বাসিন্দা ও হেফজখানার শিক্ষার্থীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”

তিনি আরও বলেন, কবরস্থানে বিদ্যুতের কোনো সংযোগ নেই এবং জায়গাটি রাস্তা থেকে একটু ভেতরে। ফলে এটি পরিকল্পিত নাশকতা বলেই তাদের ধারণা।

কবরস্থানের সেক্রেটারি শিক্ষক নুরুল আলম বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। কমিটির পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। প্রশাসনকেও জানানো হয়েছে।”

বাহাদুরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মো. সমশের আলী বলেন,“দেশের জন্য যুদ্ধ করেছি, এখন আমাদের কবরস্থানও নিরাপদ নয়! ৭১–এর পরাজিত শক্তিরাই এমন ন্যক্কারজনক কাজের সঙ্গে জড়িত বলে মনে করি।”তিনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম খান জাহাঙ্গীর বলেন,“মুক্তিযোদ্ধাদের কবরেও এখন নাশকতা চালানো হচ্ছে। এর বিচার না হলে ভবিষ্যতে মুক্তিযোদ্ধা সম্মানই বিলীন হয়ে যাবে। বিজয়ের মাসে এমন ঘটনা অকল্পনীয়।”

বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সজীব হোসেন জানান, ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক বলেন,“ক্ষতিগ্রস্ত কবরস্থান পরিদর্শন করেছি। খুব দ্রুতই দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ