নেতানিয়াহুকে গ্রেফতারের ক্ষমতা মামদানি নেই: নিউইয়র্কের গভর্নর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫:৪১, ৭ ডিসেম্বর ২০২৫
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করার প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় আসা নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে এবার থামালেন অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোচুল। তিনি জানিয়েছেন, মেয়রের কোনো আইনি ক্ষমতা নেই নিউইয়র্ক শহরে প্রবেশ করলে নেতানিয়াহুকে গ্রেফতার করার।
সম্প্রতি মামদানির হুমকি ইহুদি সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করলেও গভর্নর হোচুল বলেন, “নিউইয়র্ক আইনের কাঠামোতে এমন পদক্ষেপ সম্ভব নয়।”
আগামী ১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। ইতোমধ্যেই ইসরাইলবিরোধী কড়া অবস্থানের কারণে তিনি শহরের ইহুদি জনগোষ্ঠীর একাংশকে উদ্বিগ্ন করেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে গভর্নর ক্যাথি হোচুল বলেন, “নিউইয়র্ক সিটির মেয়রের এ ধরনের কোনো ক্ষমতা নেই। নেতানিয়াহুকে গ্রেফতার করা আইনত অসম্ভব।”
মামদানি দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসীসি) ইসরাইলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেটিই তার পদক্ষেপের ভিত্তি। কিন্তু বাস্তবতা হলো—আইসিসির যুক্তরাষ্ট্রে কোনো এখতিয়ার নেই
মার্কিন ফেডারেল আইন স্থানীয় সরকারকে আইসিসির সঙ্গে সহযোগিতা করতে নিষেধ করে কূটনৈতিক প্রতিনিধি বা বিদেশি রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা বিঘ্ন ঘটানোও ফেডারেল অপরাধ।
