আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:৫৮, ৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৮:১৬, ৬ ডিসেম্বর ২০২৫
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনাপূর্ণ সীমান্ত—স্পিন বোলদাকে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে হওয়া এ গোলাগুলিতে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন আফগান প্রশাসনিক কর্মকর্তারা। আহত হয়েছেন আরও চারজন।
স্পিন বোলদাক জেলার গভর্নর আব্দুল করিম জাহাদ জানান, রাতের গোলাগুলিতে নিহত ও আহতদের বেশিরভাগই সীমান্ত এলাকার সাধারণ বাসিন্দা। তিনি বলেন, “হামলায় অন্তত চারজন প্রাণ হারিয়েছেন এবং চারজন আহত হয়েছেন। পরিস্থিতি গভীর উদ্বেগজনক।”
অন্যদিকে পাকিস্তানের সীমান্ত শহর চামান-এর একটি হাসপাতাল নিশ্চিত করেছে যে সামান্য আহত তিনজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই দুই দেশ একে অপরকে হামলার জন্য দায়ী করেছে। আফগান তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক্সে (টুইটার) লিখেছেন— “দুঃখজনকভাবে আজ রাতে পাকিস্তান স্পিন বোলদাকে হামলা শুরু করেছে। আমাদের বাহিনী আত্মরক্ষার্থে পাল্টা জবাব দিয়েছে।”
অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মুশাররফ জায়েদি অভিযোগ উত্থাপন করেন যে আফগানিস্তানই প্রথম গুলি চালিয়েছে। তিনি বলেন, “কিছুক্ষণ আগে আফগান তালেবান বিনা উসকানিতে গুলিবর্ষণ করেছে। পাকিস্তানি সেনারা দ্রুত ও কঠোর জবাব দিয়েছে।”
সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, রাত প্রায় ১০টা ৩০ মিনিটের দিকে গোলাগুলি শুরু হয় এবং টানা দুই ঘণ্টা ধরে চলে। কান্দাহার তথ্য বিভাগের প্রধান আলি মোহাম্মদ হাকমাল জানান—
পাকিস্তানি বাহিনী হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেছে, এমনকি মর্টার হামলায় কয়েকটি বেসামরিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অক্টোবরের সংঘর্ষের পর দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছালেও উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। সীমান্তে চলমান অস্থিরতা আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করছে।
সূত্র: এএফপি
