রোজা–পূজা নিয়ে মন্তব্য
জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:১২, ৭ ডিসেম্বর ২০২৫
জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-২ আসনের সংসদ প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। ছবি: সংগৃহীত
রোজা ও পূজাকে ‘একই মুদ্রার এপিঠ–ওপিঠ’ বলে মন্তব্য করায় ধর্মীয় অনুভূতি আঘাতের অভিযোগে জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-২ আসনের সংসদ প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে মামলাটি তদন্তের দায়িত্ব দিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম বাদী আইনজীবী রিদওয়ান হোসেন রবিনের জবানবন্দি গ্রহণের পর ডিবিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
মামলায় উল্লেখ করা হয়—বাংলাদেশের প্রায় ৯১ শতাংশ মানুষ মুসলিম এবং তাদের কাছে ধর্ম ও ধর্মীয় আচরণ অত্যন্ত স্পর্শকাতর বিষয়। মুসলমানরা বিশ্বাস করেন, নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা হয়, যার প্রতিদান আল্লাহ নিজ হাতে দেবেন। অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীরা দৃশ্যমান দেব-দেবীর পূজা করেন। ফলে রোজা ও পূজাকে একই উদাহরণে দেখানো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে।
অভিযোগে আরও বলা হয়, ডিএসএন নামের একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে শিশির মনির ইচ্ছাকৃতভাবে এই মন্তব্য করেছেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে মুসলিম সমাজে উদ্বেগ, ক্ষোভ ও বিভ্রান্তি সৃষ্টি হয় বলে দাবি করা হয়।
শিশির মনিরের ওই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। রাজনৈতিক বিশ্লেষক ও ধর্মীয় আলেমদের অনেকেই এটিকে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো’ বলে মন্তব্য করেন।
