প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, বাংলাদেশ এখন আর শুধু মধ্যপ্রাচ্যকেন্দ্রিক শ্রমবাজারে সীমাবদ্ধ থাকবে না। বুধবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রবাসী কর্মসংস্থান বৈচিত্র্যময় করতে এবং শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে।