কাতার প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০০:০৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫

কাতারে অযাচিতভাবে অর্থ আদায়ের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের আটক হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দোহায় বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসী কর্মীদের এ ধরনের অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতার সরকারের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শপিংমলসহ অন্যান্য স্থানে পার্কিংয়ে গাড়ি আসামাত্র কিছু ক্লিনিং কোম্পানির কর্মী গাড়ির কাচে নক করে কার ওয়াশের প্রস্তাব দেন। যাত্রীদের বারবার বিরক্ত করার পাশাপাশি অনেক সময় কার ওয়াশ করতে অস্বীকার করলে তারা অযাচিতভাবে অর্থ দাবি করেন। কাতারের আইনে এটি দণ্ডনীয় অপরাধ।
এই অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে কাতার বৈধ আইডি ও কাজের অনুমতি থাকা সত্ত্বেও কিছু বাংলাদেশি কর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে বলে দূতাবাস জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর জানা যায়, পাবলিক পার্কিংয়ে এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ পরিস্থিতি মোকাবিলায় এবং ভবিষ্যতে কোনো আইনগত জটিলতায় না পড়তে কাতারে কর্মরত সব কার ওয়াশিং কোম্পানি ও সংশ্লিষ্ট কর্মীদের সতর্ক থাকতে অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের দেশটির নিয়মকানুন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।