বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

আসিফ নজরুল বললেন

মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে আটকে থাকবে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৩৮, ২০ আগস্ট ২০২৫

মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে আটকে থাকবে না বাংলাদেশ

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, বাংলাদেশ এখন আর শুধু মধ্যপ্রাচ্যকেন্দ্রিক শ্রমবাজারে সীমাবদ্ধ থাকবে না। বুধবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রবাসী কর্মসংস্থান বৈচিত্র্যময় করতে এবং শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে।

সৌদি আরব থেকে আটক মুক্তি
আসিফ নজরুল জানান, জুলাই অভ্যুত্থানে সংহতি জানানোয় সৌদি আরবে আটক হওয়া বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে সরকার কূটনৈতিকভাবে সক্রিয় হয়েছে। এরই ধারাবাহিকতায় সৌদি কর্তৃপক্ষ ইতোমধ্যেই ১,৮৭৬ জন বাংলাদেশিকে মুক্তি দিয়েছে। এ ঘটনাকে তিনি সরকারের কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেন।

সুরক্ষা ও আইনি সহায়তা নিয়ে তিনি বলেন, বিদেশে শ্রমিকদের সুরক্ষায় নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আরব আমিরাতসহ কয়েকটি দেশে ল’ ফার্ম গঠন করা হয়েছে এবং আরও করা হচ্ছে, যাতে প্রবাসীরা দ্রুত আইনি সহায়তা পেতে পারেন। একই সঙ্গে নারী শ্রমিকদের প্রক্রিয়াকে আরও নিয়মিত ও সুরক্ষিত করার কাজ চলছে।

নতুন বাজার ও দক্ষ কর্মী প্রস্তুতি
মধ্যপ্রাচ্যের বাইরে নতুন বাজার খোঁজার কথা উল্লেখ করে আসিফ নজরুল বলেন, “মধ্যপ্রাচ্য ও আরব আমিরাতে আমরা আটকে থাকবো না, আরও নতুন দেশে শ্রমবাজার উন্মুক্ত করার কাজ চলছে।”
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে তিনি জানান, আগের সরকারের চুক্তি অনুযায়ী কর্মী পাঠানো হবে। বিশেষ করে কেয়ার গিভার খাতে দক্ষ কর্মী পাঠাতে ৬ মাসের প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে।

রেমিট্যান্সে সহজীকরণ

রেমিট্যান্স প্রবাহকে সহজ করতে ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রবাসীরা এখন সরাসরি রেমিট্যান্স পাঠাতে পারছেন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে সুদের হার ১ শতাংশ কমানো হয়েছে।

সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এক বছরে মন্ত্রণালয় দক্ষ শ্রমিক ও কর্মী পাঠানোর ক্ষেত্রে ভিত্তি তৈরি করেছে। তিনি স্বীকার করেন, “এক বছরের মধ্যে পুরো সংস্কার সম্ভব নয়, তবে ফাউন্ডেশন তৈরি হয়েছে। ধারাবাহিকতা থাকলে সত্যিকারের সংস্কার ও উন্নয়ন সম্ভব হবে।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: