মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

‘বিগ টিকিটে’ স্বর্ণবার জিতলেন বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮:১৪, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ০২:৪১, ২৫ অক্টোবর ২০২৫

‘বিগ টিকিটে’ স্বর্ণবার জিতলেন বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় র‍্যাফেল ড্র ‘বিগ টিকিট’-এর চলতি মাসের তৃতীয় সাপ্তাহিক ড্রয়ে ভাগ্য খুলেছে বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্যের পাঁচজন অংশগ্রহণকারীর। প্রত্যেকে জিতে নিয়েছেন ২৫০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণের বার।

বাংলাদেশের ৩১ বছর বয়সী এমডি হায়দার আলী ইব্রাহিম পেশায় একজন বিক্রয়কর্মী। গত পাঁচ বছর ধরে আল আইনে একটি ইলেকট্রনিক্স দোকানে কাজ করছেন তিনি। পরিবার দেশে থাকা সত্ত্বেও দুই বছর ধরে নিয়মিত ‘বিগ টিকিট’ কিনে আসছিলেন হায়দার ও তার চার-পাঁচজন ঘনিষ্ঠ বন্ধু।অবশেষে এ মাসেই তাদের অপেক্ষার অবসান হয়—ফোনে জানানো হয়, তার টিকিটে লেগেছে ভাগ্য!

ইব্রাহিম বলেন, “ফোনে খবরটা পাওয়ার পর আমি বিশ্বাসই করতে পারছিলাম না। খুব খুশি হয়েছিলাম। এখনো ঠিক করিনি এই স্বর্ণ বা টাকার কী করব, তবে এখন থেকে প্রতি মাসেই টিকিট কিনব।”

ভারতের লিবিন ও মঞ্জুষার হাসি

আরেক ভারতীয় বিজয়ী লিবিন বেবি, বয়স ৩৫। কেরালার এই মান নিয়ন্ত্রণ প্রশিক্ষক দেড় বছর ধরে আমিরাতে কাজ করছেন। তিনি বলেন, ‘আমি তখন সাইটে কাজ করছিলাম, হঠাৎ ফোন আসে। প্রথমে ভাবলাম কেউ মজা করছে!”

লিবিন জানান, তিনি ও তার ১১ জন বন্ধু মিলে নিয়মিত ‘বিগ টিকিট’ কিনতেন। এবার পুরস্কারের আনন্দ তাদের সবার মধ্যে ভাগ করে নেবেন বলে জানান তিনি।

ভারতেরই আরেক বিজয়ী মঞ্জুষা পুথিয়াভিটিল অনলাইনে টিকিট কিনেছিলেন। তিনি বলেন, “এমন একটা আনন্দ মুহূর্তের কথা ভাবতেও পারিনি।”

ব্রিটিশ নিকোলাস ও নগরাজনের জয়

যুক্তরাজ্যের নাগরিক নিকোলাস লুডেন দোকান থেকে টিকিট কিনেছিলেন। জয়ের খবর পেয়ে তিনি বলেন, “ওভারজয়ড! আমার জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত এটি।”

আরেক বিজয়ী নাগরাজন ভেঙ্কটরামানও অনলাইনে টিকিট কিনে জয় পান। তিনি বলেন, “এ এক অনবদ্য অনুভূতি।”

এখনো বাকি পাঁচটি স্বর্ণবার

অক্টোবর মাসের শেষ সাপ্তাহিক ড্র এখনো বাকি। ফলে আরও পাঁচটি ২৪ ক্যারেট স্বর্ণবার জেতার সুযোগ থাকছে। ৩১ অক্টোবরের আগে টিকিট কিনলেই এ সুযোগ পাওয়া যাবে।

এবারের বড় আকর্ষণ আগামী ৩ নভেম্বরের ২৫ মিলিয়ন দিরহাম গ্র্যান্ড প্রাইজ। তাছাড়া অক্টোবর ১ থেকে ২৪ তারিখের মধ্যে দুটি টিকিট ক্রেতারা স্বয়ংক্রিয়ভাবে “দ্য বিগ উইন কনটেস্ট”-এ অংশ নিতে পারবেন—যেখানে ১ নভেম্বর ঘোষণা করা হবে দেড় লাখ দিরহাম পর্যন্ত নগদ পুরস্কার।

স্বপ্নের গাড়ির অফারও চলছে

বিগ টিকিটের “ড্রিম কার সিরিজ” অফারে অংশ নিয়ে কেউ চালিয়ে নিতে পারেন নিসান প্যাট্রোল (৩ নভেম্বর) বা মাসেরাতি গ্রেকালে (৩ ডিসেম্বর) গাড়ি।

টিকিট কেনা যাচ্ছে www.bigticket.ae-ওয়েবসাইটে কিংবা আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন এলাকার কাউন্টার থেকে।

সূত্র: খালিজ টাইম

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সম্পদের হিসাব না দেওয়ার মামলায় খালাস পেলেন ইটিভি চেয়ারম্যান
জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার
শীতের আমেজ: আরও দুই ডিগ্রি নামার আশঙ্কা