‘বিগ টিকিটে’ স্বর্ণবার জিতলেন বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮:১৪, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ০২:৪১, ২৫ অক্টোবর ২০২৫
সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় র্যাফেল ড্র ‘বিগ টিকিট’-এর চলতি মাসের তৃতীয় সাপ্তাহিক ড্রয়ে ভাগ্য খুলেছে বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্যের পাঁচজন অংশগ্রহণকারীর। প্রত্যেকে জিতে নিয়েছেন ২৫০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণের বার।
বাংলাদেশের ৩১ বছর বয়সী এমডি হায়দার আলী ইব্রাহিম পেশায় একজন বিক্রয়কর্মী। গত পাঁচ বছর ধরে আল আইনে একটি ইলেকট্রনিক্স দোকানে কাজ করছেন তিনি। পরিবার দেশে থাকা সত্ত্বেও দুই বছর ধরে নিয়মিত ‘বিগ টিকিট’ কিনে আসছিলেন হায়দার ও তার চার-পাঁচজন ঘনিষ্ঠ বন্ধু।অবশেষে এ মাসেই তাদের অপেক্ষার অবসান হয়—ফোনে জানানো হয়, তার টিকিটে লেগেছে ভাগ্য!
ইব্রাহিম বলেন, “ফোনে খবরটা পাওয়ার পর আমি বিশ্বাসই করতে পারছিলাম না। খুব খুশি হয়েছিলাম। এখনো ঠিক করিনি এই স্বর্ণ বা টাকার কী করব, তবে এখন থেকে প্রতি মাসেই টিকিট কিনব।”
ভারতের লিবিন ও মঞ্জুষার হাসি
আরেক ভারতীয় বিজয়ী লিবিন বেবি, বয়স ৩৫। কেরালার এই মান নিয়ন্ত্রণ প্রশিক্ষক দেড় বছর ধরে আমিরাতে কাজ করছেন। তিনি বলেন, ‘আমি তখন সাইটে কাজ করছিলাম, হঠাৎ ফোন আসে। প্রথমে ভাবলাম কেউ মজা করছে!”
লিবিন জানান, তিনি ও তার ১১ জন বন্ধু মিলে নিয়মিত ‘বিগ টিকিট’ কিনতেন। এবার পুরস্কারের আনন্দ তাদের সবার মধ্যে ভাগ করে নেবেন বলে জানান তিনি।
ভারতেরই আরেক বিজয়ী মঞ্জুষা পুথিয়াভিটিল অনলাইনে টিকিট কিনেছিলেন। তিনি বলেন, “এমন একটা আনন্দ মুহূর্তের কথা ভাবতেও পারিনি।”
ব্রিটিশ নিকোলাস ও নগরাজনের জয়
যুক্তরাজ্যের নাগরিক নিকোলাস লুডেন দোকান থেকে টিকিট কিনেছিলেন। জয়ের খবর পেয়ে তিনি বলেন, “ওভারজয়ড! আমার জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত এটি।”
আরেক বিজয়ী নাগরাজন ভেঙ্কটরামানও অনলাইনে টিকিট কিনে জয় পান। তিনি বলেন, “এ এক অনবদ্য অনুভূতি।”
এখনো বাকি পাঁচটি স্বর্ণবার
অক্টোবর মাসের শেষ সাপ্তাহিক ড্র এখনো বাকি। ফলে আরও পাঁচটি ২৪ ক্যারেট স্বর্ণবার জেতার সুযোগ থাকছে। ৩১ অক্টোবরের আগে টিকিট কিনলেই এ সুযোগ পাওয়া যাবে।
এবারের বড় আকর্ষণ আগামী ৩ নভেম্বরের ২৫ মিলিয়ন দিরহাম গ্র্যান্ড প্রাইজ। তাছাড়া অক্টোবর ১ থেকে ২৪ তারিখের মধ্যে দুটি টিকিট ক্রেতারা স্বয়ংক্রিয়ভাবে “দ্য বিগ উইন কনটেস্ট”-এ অংশ নিতে পারবেন—যেখানে ১ নভেম্বর ঘোষণা করা হবে দেড় লাখ দিরহাম পর্যন্ত নগদ পুরস্কার।
স্বপ্নের গাড়ির অফারও চলছে
বিগ টিকিটের “ড্রিম কার সিরিজ” অফারে অংশ নিয়ে কেউ চালিয়ে নিতে পারেন নিসান প্যাট্রোল (৩ নভেম্বর) বা মাসেরাতি গ্রেকালে (৩ ডিসেম্বর) গাড়ি।
টিকিট কেনা যাচ্ছে www.bigticket.ae-ওয়েবসাইটে কিংবা আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন এলাকার কাউন্টার থেকে।
সূত্র: খালিজ টাইম
