পশ্চিম তীর দখলে বিল পাস, ইসরায়েলের নিন্দা বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৩৯, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:১৯, ২৪ অক্টোবর ২০২৫
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’-এ পাস হয়েছে বিতর্কিত একটি বিল। এই পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে— ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৩৩৪-এর স্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে বাংলাদেশ স্পষ্টভাবে জানায়, পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব নেই। ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ২২ অক্টোবর প্রকাশিত পরামর্শমূলক অভিমতকে স্বাগত জানিয়েছে, যেখানে ইসরায়েলের মানবিক আইনের অধীনে দায়িত্ব পালনের বাধ্যবাধকতা পুনর্ব্যক্ত করা হয়েছে।
বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন।
ঢাকা আরও জানায়, ইসরায়েলের দখলদার নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে এবং ফিলিস্তিনি জনগণের ওপর চলমান নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
